করোনার জেরে বাতিল এবারের হজ যাত্রাও
হজ কমিটি অব ইন্ডিয়ার সিইও মাসুদ আহমেদ খান ঘোষণা করেন, ২০২১ সালের হজ যাত্রা বাতিল করা হল। ইতিমধ্যে হজ কমিটি এই সিদ্ধান্তের কথা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়ে দিয়েছে।

করোনার জন্য এ বছরের হজ যাত্রা (Hajj yatra) বাতিল করা হল। সৌদি আরবের হজমন্ত্রক এবং উমরাওয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা (covid19) পরিস্থিতির কথা মাথায় রেখে এবার আন্তর্জাতিক হজ বাতিল করা হয়েছে। একমাত্র সেই দেশের সীমিত সংখ্যক নাগরিক এবার হজে যোগ দিতে পারবেন। এরপরই হজ কমিটি অব ইন্ডিয়ার সিইও মাসুদ আহমেদ খান ঘোষণা করেন, ২০২১ সালের হজ যাত্রা বাতিল করা হল। ইতিমধ্যে হজ কমিটি এই সিদ্ধান্তের কথা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়ে দিয়েছে।
করোনার জেরে এই নিয়ে পরপর দু’বছর হজ যাত্রা বাতিল হল। উল্লেখ্য, ২০২০ সালে হজ যাত্রা বাতিল করতে হয়েছিল। শেষ বার ২০১৯ সালে ভারত থেকে ১ লাখ ৭৫ হাজার জন হজে গিয়েছিলেন। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি গোটা দেশের মতো এরাজ্য থেকে হজ যাত্রীদের
সৌদি আরবে রওনা হওয়ার কথা ছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য এবার প্রথম থেকেই একটা অনিশ্চয়তা ছিল। তবে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার জানায়, হজের ক্ষেত্রে সৌদি সরকারের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হবে।
মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার করোনার জন্য সৌদি নাগরিক সহ মাত্র ৬০ হাজার ধর্ম প্রাণ মুসলমান হজে যোগ দিতে পারবেন। যেখানে স্বাভাবিক সময়ে গোটা বিশ্ব থেকে ২৫ লক্ষ তীর্থযাত্রী হজ করে থাকেন। তাও শর্ত রাখা হয়েছিল, আঠারো থেকে ষাট বছরের তীর্থযাত্রী, যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরাই এবার হজ করতে পারবেন। স্বাভাবিকভাবেই সৌদি সরকারের নিষেধাজ্ঞার কথা জানানোর পর সেই আশাও ভেস্তে গেল।