মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি আজ হবে ঘোষণা
মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (UchchaMadhyamik) পরীক্ষার ফল প্রকাশ জুলাইয়ের (July) মধ্যেই। আর আজ, শুক্রবার ঘোষণা করা হবে পরীক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি। বৃহস্পতিবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দেয়, আজ বিকেল ৪টেয় যৌথভাবে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করা হবে।
প্রথমে জুন, পরে জুলাই-আগস্টে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে, করোনা পরিস্থিতির জেরে পরীক্ষাগুলি শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে সিবিএসই, সিআইএসসিই-র মতো সর্বভারতীয় বোর্ড এবং সংস্থাগুলিও তাদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে। প্রথম দিকে পরীক্ষা গ্রহণের ব্যাপারে ইতিবাচক মনোভাব থাকলেও পরে সবদিক বিবেচনা করে, জনসাধারণের মতামত নিয়ে পিছিয়ে আসতে হয় সরকারকে। একটি বিশেষজ্ঞ কমিটিও পরীক্ষা বাতিলের পক্ষে মতামত দিয়েছিল। ফলে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মূল্যায়ন পদ্ধতি, যা ঠিক করছে পর্ষদ এবং সংসদ। সিবিএসই তাদের দ্বাদশ শ্রেণির মূল্যায়নের বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটা রাজ্য সরকার দেখে নিতে চাইছে বলে একটা গুঞ্জন ছিল।
বৃহস্পতিবারই সিবিএসই তাদের মূল্যায়ন পদ্ধতি এবং ফলপ্রকাশের চূড়ান্ত সময়সীমা সুপ্রিম কোর্টে জানিয়েছে। সেখানে পেশ করা হলফনামায় মূল্যায়ন পদ্ধতির পাশাপাশি ফলপ্রকাশের সময়সীমা জুলাই মাস ধরা হয়েছে। রাজ্য সরকারও সমতা রাখতে সেই পথেই হাঁটছে। উচ্চ মাধ্যমিকের সঙ্গে উচ্চশিক্ষার বিষয়টি জড়িয়ে থাকার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে সাম্য থাকা জরুরি বলেই দাবি করছেন শিক্ষাবিদরা। সেই কারণে একাধিকবার সংশোধনের পরে মূল্যায়ন পদ্ধতি স্থির করা হয়েছে বলে অন্দরের খবর।