ফের ‘দুয়ারে সরকার’ চালু করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার
ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি থেকে মানুষ নানা ধরনের পরিষেবা পেয়েছেন। এবার ফের আগস্ট-সেপ্টেম্বর (August September) এবং নভেম্বর-ডিসেম্বর (November December) মাসে দুয়ারে সরকার কর্মসূচি পালিত হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় পরিষবা পাওয়ার কাজ সারতে পারবেন। জনপ্রিয় সেই কর্মসূচি ফের চালু করার মধ্যে দিয়ে প্রতিটি সরকারি পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী।
কোভিড (COVID19) বিরোধী লড়াইয়ে মৃত যোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী এদিন সেই মৃত যোদ্ধারের পরিবারের একজন সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। নবান্ন সভাঘরে এই রকম দুটি পরিবারের দু’জনের হাতে চাকরির নিয়োপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে সব জেলায় আরও বেশ কয়েকজনের হাতে এদিনই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ডাক্তার, নার্স সহ করোনা যুদ্ধে যারা কাজ করছেন, তাঁদের কোভিড ওয়ারিয়র বলে আগেই ঘোষণা করেছেন মমতা।