‘রাবণ’ সুনীল মণ্ডলকে ফেরাবেন না, মমতাকে অভিনব আবেদন তৃণমূল কর্মীদের

‘এলাকার সকল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ’-র দেওয়া ওই পোস্টারে কোথাও লেখা হয়েছে এরা আম্বানি-আদানির কাছে দেশ বিক্রির ষয়যন্ত্রকারী। কোথাও লেখা, তৃণমূল নেত্রীর কাছে আবেদন, গদ্দার সুনীল মণ্ডলকে যেন তৃণমূলে না নেওয়া হয়।

June 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু পরই তাঁর বিরুদ্ধে বিভিন্নভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। প্রায় একই পরিস্থিতি বিজেপি নেতা সুনীল মণ্ডলের ক্ষেত্রেও।

সুনীল মণ্ডলের বিরুদ্ধে ফ্লেক্স ছাপিয়ে টাঙানো হল জামালপুরের শুড়েকালনায়। সাংসদ সুনীল মণ্ডলের(Sunil Mandal) সাংসদ এলাকার মধ্যে পড়ে জামালপুর। সেই ফ্লেক্সে সুনীল মণ্ডল ‘রাবণ’। তার দশ মাথা। সুনীল ছাড়া বাকীগুলির জায়গায় বিজেপি নেতাদের ছবি। নীচে লেখা, বাংলা ও বাঙালির শক্র।

‘এলাকার সকল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ’-র দেওয়া ওই পোস্টারে কোথাও লেখা হয়েছে এরা আম্বানি-আদানির কাছে দেশ বিক্রির ষড়যন্ত্রকারী। কোথাও লেখা, তৃণমূল নেত্রীর কাছে আবেদন, গদ্দার সুনীল মণ্ডলকে যেন তৃণমূলে না নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen