রাজ্যপালের কাছে অভিযোগ সমাধান নয়, এই বলে কী শুভেন্দুকেই বিঁধলেন দিলীপ?
সম্প্রতি, একটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন যে, তিনি মনে করেন রাজ্যপালের কাছে অভিযোগ করে কোন সমস্যার সমাধান হয় না। তিনি বিশ্বাস করেন, ময়দানে লড়াই করে বিরোধী দলকে মানুষের সমস্যা তুলে ধরতে হবে। এতেই দল মানুষের স্বীকৃতি পাবে। রাজভবনে গিয়ে যদি বারবার লাইন দিতেন, বারবার ছবি তুলতেন তাহলে রাজ্যে বিজেপি বাড়তে পারত না। রাজ্যপালের কাছে গিয়ে ফটো তোলার অর্থই হলো নিজেকে দুর্বল প্রমাণ করা, নিজেকে লড়াইতে ভীত বলে প্রমাণ করা।
রাজভবনে বিজেপি নেতৃত্বর অভিযোগ জ্ঞাপন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, বিজেপিকে রাস্তায় দাঁড়াতে হবে। মানুষের সমস্যা নিয়ে আন্দোলনে নামতে হবে। মানুষ যখন তা দেখবে, তখন মানুষ তার সমর্থন জানাবে। যেদিন থেকে বিজেপি এটা করেছে, সেদিন থেকেই বিজেপি বাড়তে শুরু করেছে। মানুষের সমর্থন বাড়তে শুরু করেছে।
রাজ্যপালের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাৎ প্রসঙ্গে তিনি অবশ্য বলেন, শুভেন্দু অধিকারী হলেন বিরোধী দলনেতা। বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি রাজ্যপালের কাছে গিয়েছিলেন। সেটা তিনি যেতেই পারেন। যখন প্রয়োজন মনে হবে তখনই যাবে দল। প্রয়োজনে তিনিও যেতে পারেন।
তবে আড়ালে আবডালে শুভেন্দু বনাম দিলীপের যে ঠান্ডা লড়াই চলছে, এটা নাকি বিজেপির অন্দরমহলে বড় জল্পনা। দিলীপকে রাজ্য সভাপতির যদি থেকে সরাতে তৎপর শুভেন্দু নাকি এই নিয়ে দিল্লিতে অমিত শাহের কাছে দরবারও করেছেন বলে শোনা গেছে। সুতরাং, রাজ্যপালের কাছে যাওয়ার যে ব্যাখ্যায় দিলীপ দিয়ে থাকুন, শুভেন্দুর ব্যাপারে তার চিন্তাভাবনা দারুন ভালো কিছু, এটা মনে করা উচিত নয়।