দেশ বিভাগে ফিরে যান

বিধি উপেক্ষা করে উত্তরপ্রদেশে গঙ্গাস্নান, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা

June 21, 2021 | < 1 min read

করোনার (Covid19) দ্বিতীয় ধাক্কা এখনও সামলে ওঠা যায়নি। বিন্দুমাত্র গা ঢিলেমি দিতে বারণ করেছেন তাবড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, যে কোনও সময় সংক্রমণের তৃতীয় ঢেউও আছড়ে পড়তে পারে। সেই সতর্কতা উড়িয়ে গঙ্গা দশেরা উত্সব উপলক্ষে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুরের ব্রজঘাটে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন বলে অভিযোগ। এত সংখ্যক মানুষ একসঙ্গে গঙ্গাস্নান সারলেও প্রশাসনিক তত্পরতা চোখে পড়েনি। কিন্তু হাপুরের জেলাশাসকের নির্দেশিকার বলা হয়েছে, ধর্মীয় স্থানে একই সময়ে একসঙ্গে পাঁচজনের বেশি জড়ো হতে পারবেন না। তাই দশেরায় গঙ্গা (Ganga) স্নান নিষিদ্ধ করা হচ্ছে। যদিও প্রকৃত চিত্র এর ঠিক বিপরীত।

দেখা গিয়েছে, কোভিড বিধি উড়িয়ে গঙ্গায় ডুব দিচ্ছেন শয়ে শয়ে মানুষ। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। কারও মুখে মাস্ক নেই। এতেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিত্সক, বিশেষজ্ঞরা। এপ্রিল মাসে হরিদ্বারে কুম্ভমেলা উপলক্ষে বিপুল জনসমাগম হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেখানে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দ্রুত সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে সেই ভিড়কেই দায়ী করেন অনেকে। দশেরায় হাপুরের জনসমাগম দেখে তাঁদের আশঙ্কা, এর জেরে উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি হতে পারে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Uttar Pradesh, #Ganga

আরো দেখুন