কলকাতা বিভাগে ফিরে যান

লকডাউন রক্ষায় কলকাতা পুলিশের হাতিয়ার মহিলাব্রিগেড

April 26, 2020 | < 1 min read

বাহিনীতে যোগ দেওয়ার পর শুধুমাত্র উত্‍‌সবের সময় ক্যুইক রিঅ্যাকশন টিমে কর্তব্য পালনই ছিল তাঁদের দায়িত্ব। এই প্রথম অনেক বেশী গুরুত্বের কর্তব্যে নিযুক্ত হলেন তাঁরা। লকডাউনের রাস্তায় কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের সঙ্গে থেকে শহরের উপর নজরদারি রাখছে নারীবাহিনী।

৪৬ জন মহিলা পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আগে। এ বার তাঁদের মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, পার্ক সার্কাস, তিলজলা ও তপসিয়ার রাস্তায় স্থানীয় পুলিশকে সহযোগিতা করতে দেখা গেল। লকডাউনের নিয়ম কানুন অটুট রাখতে নিরলস লড়াই চালাচ্ছেন তাঁরা। মানুষ যাতে বাড়ির বাইরে অকারণে না-বেরোয়, তা নিশ্চিত করাও তাঁদের দায়িত্ব।

লকডাউন রক্ষায় কলকাতা পুলিশের হাতিয়ার মহিলাব্রিগেড

মূলত দুটি কারণে এই এলাকাগুলিতে মহিলা বাহিনী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা। প্রথমত, এই মহিলা অফিসারেরা যাতে সহজেই মেয়েদের কাছে পৌঁছে তাঁদের ও তাঁদের পরিবারের সমস্যার কথা জানতে পারেন এবং বাড়িতে থাকার বিষয়ে সচেতন করতে পারেন। নিজেরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে যাতে নারীবাহিনী ব্যবস্থা নিতে পারে।

এক ডেপুটি কমিশনার জানিয়েছেন, ‘এই মহিলা অফিসারদের নিয়োগের মাধ্যমে সমাজকে এই বার্তা দেওয়া হচ্ছে যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাহিনীর প্রত্যেকে তৈরী।’ মহিলা বাহিনীর কয়েকজনকে লালবাজারেও তৈরী রাখা হয়েছে। যাতে যে কোনও জরুরি অবস্থায় তাঁদের কাজে লাগানো যায়।

এই মহিলা অফিসাররা এর আগে ২ মাসের প্রশিক্ষণ নিয়েছেন। সাঁতার, মার্শাল আর্ট-সহ নানা বিদ্যায় তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ অস্ত্রপ্রয়োগেও পারদর্শী করে তোলা হয় তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#woman power, #Kolkata, #police, #Lockdown

আরো দেখুন