বিপুল কর্মসংস্থান, রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা মমতার
আদালতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলাতেই এত দিন নিয়োগপ্রক্রিয়া আটকে ছিল বলেন তিনি।

পুজোর (Durga Puja) আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ। সোমবার বিকেলে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পাচ্ছে। তার আগেই নবান্ন থেকে পুজোর আগে শিক্ষক নিয়োগ সেরে ফেলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, ‘‘পুজোর আগেই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে করা হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করব আমরা।’’
আদালতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলাতেই এত দিন নিয়োগপ্রক্রিয়া আটকে ছিল বলেন তিনি। মমতার বক্তব্য, ‘‘আদালতে মামলা চলছিল বলেই আটকে ছিল নিয়োগপ্রক্রিয়া। কারও কাছে লবি করার দরকার নেই। মেধার ভিত্তিতে স্কুলে স্কুলে নিয়োগ করব আমরা।’’