তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষিত রাখার পরামর্শ মমতার
রাজ্যে তৃতীয় ঢেউ আসার সতর্কবার্তা দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃতীয় ঢেউ আসতে পারে। সেই কথা মাথায় রেখে শিশুদের জন্য আমরা শয্যাসংখ্যা বাড়াচ্ছি। মায়েদের আরও যত্নবান হতে হবে। পাশাপাশি মমতা বলেন, রাজ্যে করোনা (Covid19) কমেছে। নির্বাচনের অষ্টম দফার দিন রাজ্যে করোনার পজিটিভিটি রেট ছিল ৩২ শতাংশ। বর্তমানে তা কমে হয়েছে ৪ শতাংশ। তবে উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় এখনও বেশি। বাকি জেলাগুলিতে সংক্রমণ কমছে। মুখ্যমন্ত্রী বলেন, টিকাদান শুরুর পর থেকে এখনও পর্যন্ত আমরা রাজ্যবাসীদের ২ কোটি টিকা দিয়েছি। ২১ তারিখ থেকে ১৭ লক্ষ টিকা দেব।
এদিকে, সোমবারের কোভিড বুলেটিন থেকে জানা যাচ্ছে, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কমে হয়েছে ১৮৭৯। মারা গিয়েছেন ৪২ জন। রাজ্যের মাত্র ১০ শতাংশ কোভিড বেডে এখন রোগী আছেন। এদিন শহরের একটি বেসরকারি হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ টিকাদান কেন্দ্রের উদ্বোধন করে। সেখানে শুধু টিকাকরণের কাজই হবে। দিনে প্রায় এক হাজার মানুষ টিকা নিতে পারবেন। ভবিষ্যতে দু’হাজার করার পরিকল্পনা রয়েছে। হাসপাতাল থেকে ২০০ মিটার দূরে ৮সি, আলিপুর রোডে চালু হল এই টিকাদান কেন্দ্র। উদ্বোধন করেন মুখ্য পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সিইও ডাঃ রূপালি বসু। রূপালীদেবী বলেন, সম্প্রতি নীতি আয়োগ কর্তা বি কে পলের সঙ্গে বৈঠকে বেসরকারি ক্ষেত্রকে মোট টিকাকরণের অন্তত ২৫ শতাংশ টিকা দিতে বলা হয়েছে। আমরা সেই লক্ষ্যেই এগচ্ছি। আর একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী এক প্রেস বার্তায় জানিয়েছে, তারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য বিনামূল্যে প্রায় ৩০ হাজার ডোজ টিকা দেবে। এদিন রাজ্যের জরুরি ক্ষেত্রের পেশাদারদের মিলিয়ে ৩ লক্ষের বেশি টিকা দেওয়া হয়।