দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ইস্তফাপত্র পাঠালেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি, শুরু জল্পনা

June 23, 2021 | 2 min read

আবার বঙ্গ–পদ্মের পাপড়ি খসে পড়ল। দলের পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র পাঠালেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তী (Ashok Chakraborty)। আর তাতেই শোরগোল পড়ে গেল রাজ্য–রাজনীতিতে। একুশের নির্বাচনের আগেও একবার ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। এমনকী রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু তখন ঘটেনি। এবার ফের তিনি রাজ্য নেতৃত্বের কাছে ইস্তফাপত্র জমা দেন বলে সূত্রের খবর। তবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কিনা তা জানা যায়নি।

এদিকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সব আসনেই জিতেছে বিজেপি। কিন্তু দলের অভ্যন্তরে বিবাদ তৈরি হচ্ছিল আগে থেকেই। নির্বাচনের আগে দলের প্রার্থী নিয়ে অসন্তোষ যখন চরমে, তখন দলের দক্ষিণ সাংগঠনিক জেলায় একাধিক পদাধিকারী ইস্তফাপত্র জমা দেন। সেই তালিকায় অশোকও ছিলেন। সেই চিঠিতে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পার্থসারথী চট্টোপাধ্যায়কে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা নিয়ে আপত্তি তুলেছিলেন।

কিন্তু এখন কেন ইস্তফা? এই বিষয়ে অশোক চক্রবর্তী বলেন, ‘‌দল বেড়েছে। একজন সাংসদ, পাঁচজন বিধায়ক, পঞ্চায়েত স্তরেও একাধিক জনপ্রতিনিধি আছেন। এঁদের একসূত্রে গেঁথে দলকে পরিচালনা করার জন্য ভাল নেতৃত্বের প্রয়োজন। তাই দায়িত্ব ছাড়লাম।’‌ মুখে এই কথা বললেও সূত্রের খবর, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এই ইস্তফা।

কে এই অশোক চক্রবর্তী?‌ বিজেপি (BJP) সূত্রে খবর, তাহেরপুর নেতাজি হাইস্কুলের ইংরাজির শিক্ষক ছিলেন অশোক চক্রবর্তী। বিজেপির সঙ্গে পথচলা শুরু ১৯৯৫ সালে। একাধিক দায়িত্ব সামলেছেন তিনি। দলের বুথ সভাপতি, তাহেরপুর শহর মণ্ডল সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য হন। ২০১৮ সালে দলের ওই সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হন। লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার সাংসদ হলে তাঁর জায়গায় সাংগঠনিক জেলা সভাপতি হন জগন্নাথ বিরোধী বলে পরিচিত মানবেন্দ্রনাথ রায়। অশোক তখন জগন্নাথের ঘনিষ্ঠ ছিলেন। অশোককে আনা হয় কম গুরুত্বপূর্ণ জেলার সহ–সভাপতি পদে। ডিসেম্বর মাসে মানবেন্দ্রকে সরিয়ে জেলা সভাপতি করা হয় অশোককে। ক্ষমতায় ফেরে জগন্নাথের গোষ্ঠী।

বিজেপি সূত্রের খবর, দলের জেলা কমিটিতে যে সাংগঠনিক রদবদল হয় সেখানেও ডানা ছাঁটা হয় জগন্নাথ ঘনিষ্ঠদের। সম্প্রতি দলের মধ্যেই তাঁকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছিল। আবার দলেরই একাংশের দাবি, অশোককে সরিয়ে দেওয়ার জন্যও সক্রিয় ছিল কোনও কোনও মহল। আর তিনি নিজেই সরে গেলেন। রাজ্য বিজেপির সহ–সভাপতি তথা দলের নবদ্বীপ জ়োনের আহ্বায়ক বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, ‘‌একটু অভিমান হয়েছে। আমি কথা বলছি, দলের অন্যেরাও ওঁর সঙ্গে কথা বলছেন। সব মিটে যাবে।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Resignation, #Ashok Chakraborty

আরো দেখুন