রাজ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্য খাতে বরাদ্দ অন্য দেশের তুলনায় ভারতে সবচেয়ে কম, সরব তৃণমূল

June 24, 2021 | < 1 min read

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে দেশ। কোথাও টিকার অভাব, কোথাও হাসপাতালে শয্যার অভাব, তো কোথাও অক্সিজেনের। কিন্তু কেন এত অনুন্নত ভারতের স্বাস্থ্য পরিকাঠামো? প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

ভারতের মোট জিডিপির মাত্র ১.২৬% স্বাস্থ্য খাতে বরাদ্দ। ভারতের মত এতো বড় দেশে স্বাস্থ্য পরিকাঠামোতে এত কম বরাদ্দ কেন? টুইট করে এই প্রশ্নই তুললেন ডেরেক। তিনি লেখেন, ২০১৭- র স্বাস্থ্য নীতি এবং ২০২১- এর অর্থনৈতিক জরীপে সুপারিশ করা হয়েছে জিডিপির ২.৫ থেকে ৩% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হোক। তবুও, স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ প্রায় তলানিতে।

টুইটে গ্রাফিকের মাধ্যমে সাংসদ তুলে ধরেন, অন্যান্য দেশের তুলনায় ভারত স্বাস্থ্য খাতে কত কম খরচ করে। ব্রাজিল খরচ করে জিডিপির ৩.৯৬%, অস্ট্রেলিয়া ৬.১%, ইউকে ৭.৫%, জার্মানি ৯.৫% এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১৪.৩%। সেই তুলনায় ভারতে স্বাস্থ্য খাতে বরাদ্দ সব থেকে কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #India, #tmc

আরো দেখুন