লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুরে ফের রেল অবরোধ
বাংলায় লোকাল ট্রেন (Local Train) চালানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। বুধবারের পর বৃহস্পতিবারও সোনারপুর স্টেশনে ট্রেন অবরোধ করলেন নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন চালানোর দাবিতে ফের আজ অবরোধে সামিল হলেন নিত্যযাত্রীরা। এদিন সকাল থেকেই সোনারপুর স্টেশনে মহিলা যাত্রীদের নেতৃত্বে অবরোধ চলছে। করোনা আবহে বাংলায় বর্তমানে শপিং মল, রেস্তোরাঁ খোলা হলেও কেন লোকাল ট্রেন চালু করা হল না এই নিয়ে বিক্ষোভ যাত্রীদের। সোনারপুরের মল্লিকপুর, ঘুটিয়ারিতেও অবরোধ চলছে। মল্লিকপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে।
উল্লেখ্য, করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধের মেয়াদ ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বর্তমানে বিভিন্ন শাখায় স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। তবে, সেই ট্রেনে সাধারণ নিত্যযাত্রীদের ওঠায় নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার জন্য নিত্যযাত্রীদের ভিড়ের ছবি করোনা পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে।
গতকাল সোনারপুরে অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। রেল অবরোধের জেরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কর্মস্থলে যেতে সমস্যায় পড়েন। বিঘ্নিত হয় স্পেশাল ট্রেন পরিষেবাও।
প্রসঙ্গত, লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে আগে পদক্ষেপ করেছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। কবে থেকে লোকাল ট্রেন (Local Train) ফের চালু করা হবে, এ প্রশ্নের উত্তর পেতে কার্যত মুখিয়ে রয়েছেন নিত্যযাত্রীরা। জানা যাচ্ছে, লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে এর আগেই পরিবহণসচিবকে চিঠি দিয়েছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রেলের তরফে বলা হয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় হচ্ছে। এর ফলে সংক্রমণের ঝুঁকি রয়েছে। তবে রেলের তরফে আগেই জানানো হয়েছিল, লোকাল ট্রেন পরিষেবা কবে চালু করা হবে সে নিয়ে রাজ্য সরকারেরই সিদ্ধান্ত চূড়ান্ত।
লোকাল ট্রেন চালুর বিষয়ে এর আগে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই সময় ডিজিটাল-কে বলেছিলেন, ‘লোকাল ট্রেন পরিষেবা চালু করা পুরোপুরি রাজ্য সরকারের সিদ্ধান্ত। লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে রাজ্যের আদেশে। এই ব্যাপারে শেষ কথা বলবে রাজ্য সরকার। রাজ্য সরকার বললে ফের চালু হবে। তবে, রাজ্য ছাড়পত্র দিলেই লোকাল ট্রেন চালু করা হবে। ১৫ তারিখের পর রাজ্য আমরা লোকাল ট্রেন চালাতে পুরোপুরি প্রস্তুত’।পূর্ব রেলের মতো লোকাল ট্রেন চালাতে প্রস্তুত দক্ষিণ পূর্ব রেলও। এই প্রসঙ্গে এই সময় ডিজিটাল-কে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক গীতা সরকার বলেছিলেন, ‘রাজ্য সরকার যখনই বলবে, তখনই চালু করা হবে লোকাল ট্রেন। আমাদের সিস্টেম তৈরি। যেমন যেমন নির্দেশিকা দেবে, তেমনটাই মেনে চলা হবে। লোকাল ট্রেন চালাতে আমরা প্রস্তুত’।