শীঘ্রই চালু হবে আরও ১৫০ স্টাফ স্পেশ্যাল ট্রেন

শিয়ালদহ ডিভিশনে বর্তমানে চালানো হচ্ছে ২৫৯টি স্টাফ স্পেশাল। এদিন সেখানকার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এস পি সিং জানান, ‘পরবর্তী দু’-তিন দিনের মধ্যেই শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ১০০টি স্টাফ স্পেশাল চালানো হবে।’

June 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোভিড পরিস্থিতি এবং আত্মশাসনের মধ্যেই রাজ্যে বাড়ছে স্টাফ স্পেশাল লোকাল ট্রেনের সংখ্যা। আজ থেকে সোমবারের মধ্যে ধাপে ধাপে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত মোট ১৫০টি স্টাফ স্পেশাল ট্রেন (Special Train) চালাবে রেল। তবে দক্ষিণ-পূর্ব রেলে এব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। লোকাল ট্রেনে উঠতে চেয়ে শহর ও শহরতলিতে বিক্ষোভ বৃদ্ধি পেলেও স্টাফ স্পেশালগুলিতে সাধারণ যাত্রীদের চড়ার অনুমতি দেওয়া হয়নি। কোভিড প্রোটোকল মেনে রাজ্যে লোকাল ট্রেন চালানোর আর্জি জানিয়ে বৃহস্পতিবার ফের রাজ্য সরকারকে চিঠি দিয়েছে রেল। যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন যে, লোকাল ট্রেন চললে করোনা (Covid19) সংক্রমণ বৃদ্ধি পেতে বাধ্য। নবান্নে সাংবাদিক বৈঠকে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্ররোচনা দেবেন না। আমরা তো প্রায় সব খুলে রেখেছি। দোকানপাট তো এমনিতেই খোলা আছে,আমরা বন্ধ করিনি। কিন্তু এখন ট্রেন চালালে দুনিয়ার লোকের করোনা হবে।’ অর্থাৎ, রাজ্যবাসীর স্বার্থেই করোনা আবহে লোকাল ট্রেন চালু নিয়ে অযথা তাড়াহুড়ো করতে চাইছে না রাজ্য সরকার। রেল বোর্ডের শীর্ষ সূত্রে খবর, এক্ষেত্রে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলই যাবতীয় সিদ্ধান্ত নেবে।

শিয়ালদহ ডিভিশনে বর্তমানে চালানো হচ্ছে ২৫৯টি স্টাফ স্পেশাল। এদিন সেখানকার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এস পি সিং জানান, ‘পরবর্তী দু’-তিন দিনের মধ্যেই শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ১০০টি স্টাফ স্পেশাল চালানো হবে।’ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘হাওড়া ডিভিশনে এই মুহূর্তে ১৫৪টি স্টাফ স্পেশাল চলছে। সোমবারের মধ্যে সেই সংখ্যা বেড়ে হবে ২০৪। এছাড়া সোমবার থেকে পূর্ব রেলে চালু হচ্ছে সাত জোড়া এক্সপ্রেস স্পেশালও।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen