উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কেএলও-র হুমকি চিঠি পার্থপ্রতিম, বিনয়কে

June 25, 2021 | < 1 min read

কয়েকদিন আগেই কেএলও চিফ জীবন সিংহের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। সেখানে তিনি কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেছিলেন। গোয়েন্দাদের ধারণা উত্তর পূর্বের কোনও গোপন ডেরাতে এই ভিডিও করা হয়েছিল। এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। এসবের মধ্যেই সামনে আসছে নতুন তথ্য। 

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলওর (KLO) লেটার হেডে একটি প্রেস বিবৃতি সামনে এসেছে। যেখানে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায় ও প্রাক্তন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে কার্যত প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কেএলওর নামে ওই চিঠিতে দাবি করা হয়েছে,ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কোচ জনজাতি প্রতারণার শিকার হচ্ছে। সেক্ষেত্রে শাসকদলের দুই নেতা কলকাতায় গিয়ে যা করছেন তার চরম পরিণতি হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার প্রস্তাবের বিরোধিতা করে কলকাতায় মুখ খুলেছিলেন পার্থপ্রতীম রায়। মনে করা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে এবার তাঁকে চাপে রাখতে চাইছে কেএলও। তবে এই চিঠির বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

কিন্তু গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সম্প্রতি সরব হয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। একাধিক বিজেপি বিধায়ক তাঁকে সমর্থনও করেছেন। কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) সমর্থন করেছে জন বারলার অবস্থানকে। তার রেশ কাটার আগেই কেএলও নামে হুমকি চিঠি। বাম জমানায় পৃথক রাজ্যের দাবিতে কেএলওর আন্দোলনের নামে অপহরণ, খুনের ঘটনাকে ঘিরে ঘুম ছুটেছিল সরকারের। ফের উত্তরবঙ্গে সেই অশান্তির সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। এক্ষেত্রে কী অবস্থান নেয় শাসকদল সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#KLO, #Coochbehar

আরো দেখুন