দেশ বিভাগে ফিরে যান

জাতীয় করোনা টাস্ক ফোর্সের কোনও পরামর্শ মানেনি মোদী সরকার

April 26, 2020 | < 1 min read

করোনা অতিমারির মোকাবিলা করার জন্য ভারত সরকার একটি জাতীয় করোনা টাস্ক ফোর্স গঠন করে। কিন্তু সেই টাস্ক ফোর্সের সদস্যরা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে তাদের প্রস্তাবিত কোনও পদক্ষেপ ভারত সরকার নেয়নি। 

আর্টিকেল ১৪ নামে একটি ওয়েব পোর্টালের দাবি, গত ২৯ মার্চ এইমসের মেডিসিন বিভাগের প্রধান এই টাস্ক ফোর্সের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে আইসিএমআরের এপিডেমিওলজি ও কমিউনিকেবল ডিজিজ বিভাগের প্রধান, সরকারি বিজ্ঞানীরা সহ অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হয় কিভাবে অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকার টেস্টের জন্যও প্রস্তুত ছিল না। পূর্ব আলোচনা সত্ত্বেও কোনও পদক্ষেপ সরকার না নেওয়ার ফলে সকলেই ক্ষোভ প্রকাশ করেন। 

বৈঠকের রেকর্ডে দেখা গেছে  লকডাউন ঘোষণার সময় সেলফ কোয়ারেন্টাইন ও সেলফ মনিটারিং নিয়ে বিজ্ঞানীদের কোনও কথাই শোনেনি মোদী সরকার। তারা বলেছিলেন টেস্ট ও কোয়ারেন্টাইনের বন্দোবস্ত করতে। দেশব্যাপী মনিটর করতে, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদান করতে।

একমাসেরও বেশী সময় বিজ্ঞানীদের পরামর্শ গ্রহণ করা হয়নি। কোনও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলেছিলেন চার ঘন্টার নোটিশে দেশব্যাপী লকডাউনে প্রান্তিক ও পরিযায়ী শ্রমিকদের খাদ্য সঙ্কটে ফেলবে।

ঘিঞ্জি অঞ্চলে ব্যাপক কোয়ারেন্টাইন, গরীবদের জন্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, উপদ্রুত অঞ্চল খুঁজে বের করা, প্রতি জেলায় করোনার প্রকোপ নির্ধারণ করা, হাসপাতালে শয্যা বাড়ানো ইত্যাদি অনেক পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সরকার একমাসের বেশী সময় নেয় এই পরামর্শগুলির একাংশ মানতে। 

বিশেষজ্ঞরা দাবি করছেন, স্বাস্থ্য মন্ত্রক এবং আইসিএমআরকে বার বার বার্তা দেওয়া হয়েছিল যার একটারও উত্তর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #covid-19, #task force

আরো দেখুন