দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বাঁকুড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ১২০০ নেতাকর্মীর

June 26, 2021 | < 1 min read

জঙ্গলমহল (JangalMahal) থেকে শুরু করে উত্তরবঙ্গ প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন এলাকায় বড় কারণ হচ্ছে বিজেপির (BJP) সংগঠনে। এবারে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় (Bankura) অপেক্ষাকৃত ভালো ফল করার সত্বেও কোতুলপুর এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার (Shyamal Santra) হাত ধরে বড় ভাঙ্গন ধরল বিজেপির সংগঠনে।

বিজেপি ছেড়ে তৃণমূলের (TMC) পতাকা কাঁধে তুলে নিলেন প্রায় ৪০০টি বিজেপি কর্মী ও সমর্থক পরিবার । আজ বাঁকুড়ার কোতুলপুরে দলে নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা ।

তৃণমূলে যোগ দেওয়া কর্মী সমর্থকদের দাবি, বিধানসভা নির্বাচনে অনেক পরিশ্রম করে কোতুলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হরকালী প্রতিহারকে আমরা জিতিয়েছিলাম । কিন্তু জয়লাভের পর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি । ফলাফল ঘোষণার পর প্রাকৃতিক বিপর্যয় হোক বা রাজ্যে বিজেপির ভরাডুবি জনিত সমস্যা কোনো ক্ষেত্রেই তাঁকে আমরা নিচু তলার কর্মী ও সাধারণ মানুষ কাছে পাইনি । তাঁর প্রতি ও বিজেপি দলের প্রতি আমাদের আস্থা হারিয়ে গেছে । সেকারনেই আমরা তৃণমূলে যোগ দিয়েছি ।

তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, “কোতুলপুরে চারশোটি বিজেপি কর্মী সমর্থকদের পরিবার আমাদের দলে যোগ দেওয়ায় এই এলাকায় আমাদের সংগঠন আরো মজবুত হল । মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্ব ছাড়া এ রাজ্যে প্রকৃত উন্নয়ন যে সম্ভব নয় তা তাঁরা উপলব্ধি করে এদিন বিজেপি ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Bankura, #bjp

আরো দেখুন