← খেলা বিভাগে ফিরে যান
ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতেই সরতে চলেছে টি-২০ বিশ্বকাপ
প্রত্যাশিতভাবে ক্রিকেটের টি-২০ বিশ্বকাপের্ (T20 WorldCup) আসর ভারত (India) থেকে সরে বসবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। জানা গেছে সেখানেই হবে অসমাপ্ত চতুর্দশ আইপিএলের শেষভাগ, যার ফাইনাল হতে পারে ১৫ অক্টোবর।
তার ঠিক একদিন বাদে, অর্থাৎ ১৭ অক্টোবর শুরু হবে ১৬ দলের টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ১৪ নভেম্বর। আইসিসি’র সূত্রে এই দিনক্ষণ জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।
করোনা পরিস্থিতির জেরে ভারতে যে টি-২০ বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়, তা বোঝা যাচ্ছিল গত কয়েক মাস ধরেই। তবু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আইসিসি’র কাছে কিছুটা সময় চেয়েছিল বিসিসিআই। কিন্তু ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় অনেক দেশ এখানে খেলতে আসতে চাইছে না। ফলে টি-২০ বিশ্বকাপ আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই।