ভুয়ো টিকা নিয়ে অসুস্থ সাংসদ মিমি

অসুস্থতার কারণে মিমি চক্রবর্তীর আজকের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

June 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অসুস্থ হয়ে পড়লেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আজ ভোর থেকেই এই অভিনেত্রী তথা সাংসদ পেটের ব্যথায় কাবু। দেখা দিয়েছে ডিহাইড্রেশনের (Dehydration) সমস্যাও। বাড়িতেই চিকিৎসক ডাকা হয়েছিল। তাঁর রক্তচাপও বেশ কিছুটা কম বলেই জানিয়েছেন চিকিৎসক। বেশ কিছু রক্ত পরীক্ষা করা হচ্ছে। আজ, শনিবার এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর জনসংযোগের দায়িত্বপ্রাপ্তরা।

অসুস্থতার কারণে মিমি চক্রবর্তীর আজকের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, কসবায় ভুয়ো ভ্যাকসিনচক্রের শিকার মিমি চক্রবর্তী। গত মঙ্গলবার কসবার ওই ক্যাম্পে নিজে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। উদ্দেশ্য ছিল সচেতনতা প্রচার।

ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পর্দা ফাঁস হয় প্রতারক দেবাঞ্জন দেবের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen