দেশ বিভাগে ফিরে যান

কিটের সমস্যায় বন্ধ র‍্যাপিড টেস্ট

April 26, 2020 | 2 min read

দশ দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে অন্তত দশ হাজার৷ আর মৃত্যু সাড়ে চারশো৷ এই পরিস্থিতিতে উপসর্গহীন আক্রান্তদের শনাক্ত করা এবং হটস্পটের ঠিক বাইরে সংলগ্ন এলাকায় সংক্রমণে নজরদারি চালাতে র‍্যাপিড টেস্টকেই গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু ত্রুটিপূর্ণ কিটের জেরে আপাতত থমকে গেল র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট।

ফের কবে এই টেস্ট শুরু করা যাবে, তা নিয়েও কোনও স্পষ্ট দিশা দেখাতে পারেনি কেন্দ্র। শনিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, করোনা প্রতিরোধে আপাতত দেশের কোথাও র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হবে না, তার বদলে ব্যবহার করা হবে আরটিপিসিআর টেস্ট পদ্ধতিই৷ 

কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কি না, সে বিষয়ে নিশ্চিত হতে সারা বিশ্বেই স্বীকৃত আরটিপিসিআর পরীক্ষা পদ্ধতি৷ কিন্তু কোনও ব্যক্তির করোনা উপসর্গ থাকলে সাধারণত এই পরীক্ষা করা হয়। উপসর্গহীন রোগী বা কনটেইনমেন্ট জোনের র‍্যান্ডম টেস্টে এই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৪,৯৪২-এ। করোনার মোট বলি ৭৭৯ জন। অর্থাৎ, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৯০ জন, আর প্রাণ গিয়েছে ৫৬ জনের! আক্রান্তের সংখ্যা যেখানে বাড়ছে, সেখানে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে র‍্যাপিড টেস্ট আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।

কিটের সমস্যায় বন্ধ র‍্যাপিড টেস্ট

চিন থেকে আমদানি করা সাড়ে ৬ লক্ষ র‍্যাপিড টেস্ট কিটের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই৷ এই কিটগুলির গুণমান নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিল পশ্চিমবঙ্গ ও রাজস্থান৷ কেরালা ও পাঞ্জাব থেকেও একই অভিযোগ পেয়ে র‍্যাপিড টেস্ট কিটের গুণমান পরীক্ষার কাজ শুরু করে কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর৷ 

এর মধ্যেই দেশের বিভিন্ন অংশে র‍্যাপিড টেস্ট কিট তৈরির কাজ করছে বিভিন্ন সংস্থা৷ দিল্লি আইআইটির গবেষকদের তৈরি র‍্যাপিড টেস্ট কিটকে গুণগত দিক থেকে মান্যতাও দিয়েছে আইসিএমআর ও স্বাস্থ্য মন্ত্রক৷ সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই কিট তৈরির কাজ৷ এর পাশাপাশি অন্য কয়েকটি সংস্থাও কাজ করছে৷ 

সম্মিলিত প্রচেষ্টায় সাফল্য এলে দেশে তৈরি র‍্যাপিড টেস্ট কিট ব্যবহারের ব্যাপারে চিন্তাভাবনা করবে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী৷ চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়া থেকে বেশ কিছু কিট ভারতে আসার কথা৷ ওই কিটগুলির গুণমান সম্পর্কে নিশ্চিত না হয়ে তা ব্যবহার করা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে এ দিনের বৈঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown, #rapid test kits, #covid19

আরো দেখুন