রাজ্যের সব পুরসভায় বাংলা সহায়তা কেন্দ্র চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিএসেকর মাধ্যমে রাজ্যের প্রতিটা নাগরিক প্রতিটি প্রকল্পের জন্য আবেদন করা থেকে শুরু করে যাবতীয় প্রশ্নের জবাবও মিলবে। এক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে না।

June 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার হয়রানি কমাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি পরিষেবা যাতে তৃণমূল স্তর পর্যন্ত প্রতিটি মানুষ পান, তার জন্য আরও বেশি সংখ্যায় বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) (বিএসকে) খোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের পুর দপ্তর সব পুরসভা ও পুর নিগমকে অবিলম্বে বিএসকে চালু করার জন্য নির্দেশ পাঠিয়েছে। পুর দপ্তর সূত্রে খবর, জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যের ১১৮টি পুরসভা ও সাতটি পুর নিগম এলাকায় বিএসকে খোলা হবে। কলকাতা কর্পোরেশন এলাকার প্রতিটা বরো’তে একটি করে, অন্যান্য বড় পুর নিগমগুলিতে তিনটি ও ছোট নিগমে দুটি করে এমন বিএসকে চালু করা হবে। সল্টলেক পুর নিগমে হবে তিনটি বিএসকে। পাশাপাশি প্রতিটি পুরসভার সদর দপ্তরে একটি করে বিএসকে খোলা হবে।

বিএসকে খোলার জন্য অফিস রুম, কম্পিউটার, ডেস্ক, বিদ্যুৎ, ইন্টারনেট কানেকশন সহ প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট পুরসভা বা কর্পোরেশনকেই করতে হবে। বিএসকে পিছু দু’জন করে কর্মচারী নিয়োগ করা হবে। তাদের বেতন দেবে পুর দপ্তর। বিএসেকর মাধ্যমে রাজ্যের প্রতিটা নাগরিক প্রতিটি প্রকল্পের জন্য আবেদন করা থেকে শুরু করে যাবতীয় প্রশ্নের জবাবও মিলবে। এক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে না। প্রসঙ্গত কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, রেশন কার্ডের সাথে আধার সংযুক্তকরণ, স্বাস্থ্যসাথী কার্ড সহ রাজ্যের সমস্ত প্রকল্পের বিষয়ে সহায়তা প্রদান করার জন্য‌ই বিএসেক তৈরি করেছে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যে এমন সহায়তা কেন্দ্রের সংখ্যা প্রায় আড়াই হাজার। পুরসভা ভিত্তিক বিএসকে তৈরি হলে সেই সংখ্যা আরও বেড়ে যাবে। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে জুলাই মাসের মধ্যেই নতুন বিএসকেগুলো চালু করতে চায় পুরদপ্তর। এ ব্যাপারে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, প্রত্যেকটি পুরসভায় নির্দেশ পাঠানো হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যেই বাংলা সহায়তা কেন্দ্র চালু করতে পারব। এর জন্য প্রতিটি পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen