দেশ বিভাগে ফিরে যান

পদার্থবিদ্যা, অঙ্ক ছাড়াই ইঞ্জিনিয়ারিং! কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের আর্জি

June 27, 2021 | 2 min read

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE ) মার্চ মাসেই জানিয়েছিল, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক (maths) ও পদার্থবিদ্যা (physics) বাধ্যতামূলক নয়। বরং ওই দুটি বিষয়কে তারা ঐচ্ছিক তালিকাভুক্ত করে। ফলে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং (বিই) এবং প্রযুক্তি শিক্ষার (বিটেক) ক্ষেত্রে অঙ্ক ও পদার্থবিদ্যা আবশ্যক থাকছে না। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সেইমতো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে এআইসিটিইর সঙ্গে বৈঠকে বসেছিল নীতি আয়োগ। সেখানে বোর্ডের সঙ্গে সহমত পোষণ করেননি নীতি আয়োগের সদস্য-বিজ্ঞানী ভি কে সারস্বত। সূত্রের খবর, তিনি এআইসিটিইকে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করতে বলেছেন।

গত ১১ মে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, এআইসিটিইর চেয়ারম্যান অনিল সহস্রবুদ্ধে এবং উচ্চশিক্ষা সচিব অমিত খারে সহ অন্যান্যরা। সেখানেই পদার্থবিদ্যা ও অঙ্ক ছাড়া ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নিয়ে নীতি আয়োগের সারস্বত ও সহস্রবুদ্ধের মধ্যে মতানৈক্য দেখা দেয়। সূত্রের খবর, সারস্বত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যদিকে, কেন্দ্রের নতুন শিক্ষানীতিকে ঢাল করে এআইসিটিইর সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেন সহস্রবুদ্ধে।(প্রসঙ্গত, বিই এবং বিটেকের ক্ষেত্রে এত দিন অঙ্ক ও পদার্থবিদ্যা বাধ্যতামূলক ছিল। কিন্তু সম্প্রতি ২০২১-’২২ শিক্ষাবর্ষের জন্য এআইসিটিই যে নির্দেশনামা প্রকাশ করেছ, তাতেই স্নাতকস্তরে ভর্তিতে এই রদবদল করা হয়েছে। নতুন নিয়মে পদার্থবিদ্যা, অঙ্ক, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, বায়োলজি, ইনফরমেটিকস প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল বিষয়, কৃষি, ইঞ্জিনিয়াকিং গ্রাফিকস, বিজনেস স্টাডিজ এবং অন্ত্রপ্রনিয়োরশিপের মধ্যে যেকোনও তিনটি বিষয়ে পাশ করলেই পড়ুয়ারা স্নাতকস্তরে বিই এবং বিটেক পড়ার সুযোগ পাবেন। তবে শুধুমাত্র পাশ করলেই হবে না, বিই এবং বিটেক পড়ার জন্য দ্বাদশ শ্রেণিতে তিনটি বিষয় মিলিয়ে অন্তত ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষণের সুবিধা পান যে পড়ুয়ারা তাঁদের ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবে পরবর্তী কালে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের অঙ্ক এবং পদার্থবিদ্যায় আলাদা ব্রিজ কোর্স করাতে পারেন বলেও জানিয়েছে এআইসিটিই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদরা প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ইঞ্জানিয়ারিংয়ের ভিত্তিই হল অঙ্ক। সেটাই যদি বাদ দেয় কেউ, তা হলে দেশে নিম্নমেধার ইঞ্জিনিয়ার তৈরি হবে। বর্তমানে তিনটি সেমেস্টারেই অঙ্ক বাধ্যতামূলক। চতুর্থ সেমেস্টারে তা ঐচ্ছিক। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকেই যদি অঙ্ক রাখতে না হয়, তা হলে ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক বিষয়বস্তুই পড়ুয়াদের বোধগম্য হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#physics, #aicte, #maths

আরো দেখুন