খেলা বিভাগে ফিরে যান

ইকুয়েডরের সঙ্গে ড্র করল ব্রাজিল, কোপায় এবার শেষ ৮এর লড়াই

June 28, 2021 | < 1 min read

কোপা আমেরিকায়(Copa America) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের(Ecuador) সঙ্গে ড্র করল ব্রাজিল(Brazil)। এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর ব্যবধান ধরে রাখতে পারেনি তিতের দল।

ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল আগেই। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ করল আয়োজক দেশ। অন্যদিকে ৪ ম্যাচে খেলে ৩ পয়েন্ট নিয়েও শেষ আটে পৌঁছল ইকুয়েডর।

ম্যাচের ৩৭ মিনিটে এদের মিলিটাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৫৩ মিনিটে ইকুয়েডরের পক্ষে গোল শোধ করেন এন্জেল মেনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Copa America, #Copa America 2021, #ecuador, #Brazil

আরো দেখুন