← রাজ্য বিভাগে ফিরে যান
২রা জুলাই শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন, পূর্ণাঙ্গ বাজেট পেশ ৭ তারিখে
রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুলাই। ওইদিন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হচ্ছে অধিবেশন। পরের দু দিন – ৩ এবং ৪ জুলাই ছুটি। ৫ ও ৬ তারিখ রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক।
আগামী ৭ই জুলাই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। নির্বাচনের আগে পেশ হয়েছিল ভোট অন আকাউন্ট। তাই এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ। তবে, অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৮ ও ৯ তারিখ বাজেট নিয়ে আলোচনা চলবে।
আপাতত এই কর্মসূচিই স্থির রয়েছে বলে বিধানসভা সূত্রে খবর।
৮ তারিখ বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ (Bidhan Parishad Bill) বিল। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বাজেট পেশের পরের দিনই এই বিল পেশ করা হবে।