কোভিড হয়নি কবির সুমনের, এসএসকেএমেই চলবে চিকিৎসা
জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকলেও করোনায় আক্রান্ত নন কবীর সুমন (Kabir Suman)। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সুমনের কোভিড পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার ভোরে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সুমনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে ভর্তি করানোর সময় তাঁর জ্বর এবং অন্যান্য সমস্যাও ছিল। সেই সঙ্গে সুমনের দেহে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। সোমবার তাঁকে অক্সিজেনও দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
এই মুহূর্তে এসএসকেএমের (SSKM) উডবার্ন ওয়ার্ডের (Woodburn Ward) ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছেন, মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে সুমনের চিকিৎসা চলছে। সোমবার সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সুমন করোনায় আক্রান্ত নন— এ খবর জেনে স্বাভাবিক ভাবেই স্বস্তিতে তাঁর গুণমুগ্ধরা। প্রয়াত সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী রুমা গুহঠাকুরতার মেয়ে কণ্ঠশিল্পী শ্রমণা চক্রবর্তী তাঁর ফেসবুকের পাতায় লিখেছেন, ‘কবীর সুমনের কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। যদিও গলাব্যথা এবং জ্বর থাকায় এখনও অত্যন্ত দুর্বল তিনি। তবে সংক্রমিত না হওয়াটা অত্যন্ত স্বস্তির।’