উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

গৌতমের হাত ধরে শিলিগুড়িতে উন্নয়ন হচ্ছে, মানলেন দিলীপ

June 29, 2021 | 2 min read

তৃণমূল (TMC) পরিচালিত নবনিযুক্ত প্রশাসনিক বোর্ডের নেতৃত্বে শিলিগুড়ি শহরের (Siliguri Town) উন্নয়নের কর্মযজ্ঞ বিজেপিকে চিন্তায় ফেলে দিয়েছে। বিধানসভা নির্বাচনে জয় এলেও পুরসভা ভোটে সেই ধারা ধরে রাখা নিয়ে বিজেপি নেতৃত্বের একাংশের মধ্যে দেখা দিয়েছে সংশয়। পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা দায়িত্ব নিয়েই যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছেন, সেটাই বিজেপির কাছে পুরভোটে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে বলে গেরুয়া শিবির মনে করছে। দলীয় সূত্রে খবর, রবিবার রাতে শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্বের এই রিপোর্টিংকে মান্যতা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কার্যত স্বীকার করে নিয়েছেন, শিলিগুড়িতে উন্নয়ন করছে পুরসভা। তিনদিনের উত্তরবঙ্গ সফর সেরে সোমবার কলকাতায় ফিরে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবারের বৈঠকে স্থানীয় বিধায়কদের পাশাপাশি শিলিগুড়ির গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা ছিলেন। 


সামনে শিলিগুড়ি পুরসভা নির্বাচন। বিজেপির (BJP) স্থানীয় নেতা-কর্মীরা ভেবেছিলেন, দলের রাজ্য সভাপতি পুরসভা দখলের জন্য দলীয় নেতৃত্বকে বিশেষ কিছু নির্দেশ ও কর্মসূচি দিয়ে যাবেন। সেই অনুযায়ী অনেকেই নিজের নিজের মতো করে প্রস্তাবপত্র তৈরিও করে নিয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতে পুরভোটে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে শহরের দার্জিলিং মোড়ের যানজট সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সরাসরি উদ্যোগ গ্রহণের প্রস্তাবও এক প্রাক্তন কাউন্সিলার দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে। বিজেপির এক জেলা নেতা বলেন, রাজ্য সভাপতি আমাদের কাছ থেকে সব কথাই শুনেছেন। কিন্তু, পুরসভা দখলের জন্য তৃণমূল যে কাজ এখন করছে, তার প্রতিবাদে পাল্টা প্রচারে নামার কোনও নির্দেশ দেননি। তিনি বলেছেন, পুরসভা কাজ করছে, আপনারাও প্রচারে থাকুন। 


বিজেপি নেত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সভাপতির সঙ্গে শিলিগুড়ি পুরসভা ভোটের প্রস্তুতি নিয়েও আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। প্রশাসক বোর্ড যেভাবে কাজে ঝাঁপিয়ে পড়েছে, তাতে তৃণমূল কাকে  মেয়র পদপ্রার্থী করে লড়তে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। রাজ্য সভাপতি পুরসভার কাজ নিয়ে পাল্টা প্রচারে নামার কোনও নির্দেশ দেননি। আমাদের শুধু বলেছেন, জনসংযোগ বাড়িয়ে যেতে। 


উত্তরবঙ্গে ভালো ফল করেও রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। ফলে ভোটের আগে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু, মানুষ প্রতিশ্রুতিমতো কাজ ও পরিষেবা চাইছে। এক্ষেত্রে বিজেপির নেতা ও বিধায়করা মানুষের কাছে কী বার্তা নিয়ে যাবেন, তা বুঝে উঠতে না পারায় বিজেপি সেভাবে কোনও কর্মসূচিও নিচ্ছে না। সেই জায়গা থেকে দলের রাজ্য সভাপতির এই সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত তাঁদের হতাশ হতে হয়েছে বলে দলীয় সূত্রে খবর। বিজেপির এক জেলা নেতা বলেন, দল ক্ষমতায় না আসায় মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। পুরসভার প্রশাসক বোর্ডের কাজ নিয়েও কোনও বিবৃতি না দেওয়ায় তা তৃণমূলের পক্ষেই যাচ্ছে। এখন কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে এমন কোনও কর্মসূচি নেওয়া দরকার যাতে বিজেপির প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট থাকে। এই প্রস্তাবও রাজ্য সভাপতি মন দিয়ে শুনেছেন। কিন্তু এ ব্যাপারেও তিনি কোনও আশার কথা শোনাতে পারেননি। জনসংযোগ বাড়াতে বলেছেন। তবে মানুষের কাছে কী বার্তা নিয়ে যাব, সে ব্যাপারেও পরিষ্কার করে কিছু বলেননি তিনি। এই পরিস্থিতিতে বিধায়কদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করার ব্যাপারেও রাজ্য সভাপতি  নীরব থাকায় আমরা হতাশ। 
যদিও সোমবার হিলকার্ট রোডে দলীয় পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে দিলীপবাবু বলেন, লোকসভা, বিধানসভা নির্বাচনের মতো পুরভোটেও মানুষ আমাদের সঙ্গে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #siliguri, #Gautam Deb

আরো দেখুন