মানবাধিকার কমিশনের কাছে ‘অত্যাচারিতে’র সংখ্যা বাড়িয়ে দেখাচ্ছে বিজেপি
জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ‘অত্যাচারিতে’র সংখ্যা বাড়াতে হবে। তাই নাতির পৈতের অনুষ্ঠানে আসা প্রৌঢ়কেও কলকাতায় নিয়ে গেল বিজেপি। উপনয়নের অনুষ্ঠান বাড়ি থেকেই তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভা এলাকার প্রায় ৫০জনকে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানাতে গিয়েছিল বিজেপি। হিংসায় শিকার বলে যাঁদের বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হল, তাঁদের অধিকাংশই নিরীহ এবং প্রায় সকলেই বাড়িতে আছেন। নন্দীগ্রাম-২ব্লকের আমদাবাদ-২গ্রাম পঞ্চায়েতের টাকাপুরা গ্রামের আশিস পণ্ডা নাতির উপনয়ন উপলক্ষে পাঁশকুড়া বাজারে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার সেখান থেকেই তাঁকে মানবাধিকার কমিশনের কাছে নিয়ে যাওয়া হয়।
আশিসবাবুর ছেলে দেবজ্যোতি বলেন, ভোটের ফল প্রকাশের পর কয়েকদিন বাবা বাড়ির বাইরে ছিলেন। তারপর এখন বাড়িতেই আছেন। বাবা পাঁশকুড়ায় ভাগ্নার উপনয়ন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় গিয়েছেন বলে শুনেছি।
টাকাপুরা গ্রামের বাসিন্দা ভূদেব খাটুয়া বলেন, সোমবার আমি আশিস পণ্ডার সঙ্গে কথা বলেছি। নাতির উপনয়ন অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার বাড়িতে আসবেন বলে আমাকে জানিয়েছিলেন। তাঁকে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসে নিয়ে যাওয়া হয়েছে শুনে অবাক হয়ে যাচ্ছি।
এদিন সকালে টাকাপুরা শিবমন্দিরের কাছে নিজের গ্যারেজে কাজে ব্যস্ত ছিলেন শিবপ্রসাদ গিরি। তাঁর গ্যারেজে বাইক সার্ভিস করাতে যান সকালে আমদাবাদ-২অঞ্চল তৃণমূল সভাপতি শেখ কাজেহার। বাইক ধুয়েমুছে দেওয়ার জন্য ৯০টাকা পারিশ্রমিক নেন শিবপ্রসাদবাবু। তার কিছুক্ষণ পরই ভোট পরবর্তী হিংসার শিকার হিসেবে তুলে ধরার জন্য বিজেপি নেতৃত্ব শিবপ্রসাদবাবুকে বাসে চাপিয়ে কলকাতায় নিয়ে যায়। শেখ কাজেহার বলেন, বিজেপি যাদের এদিন কলকাতায় নিয়ে গিয়েছিল, তাঁরা প্রত্যেকেই বাড়িতে থাকেন। বেশিরভাগ নিরীহ লোক। এই ঘটনায় বিজেপি নিজেদের চরিত্র নন্দীগ্রামবাসীর কাছে আরও স্পষ্ট করে দিল।
জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানাতে গিয়েছিলেন টাকাপুর গ্রামের রানু বারিক। রানুদেবী সম্পর্কে আমদাবাদ-২গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সবিতা বারিকের জা। স্থানীয় বাসিন্দারা জানান, ভোটের ফল প্রকাশের পর বিজেপির লোকজন রানুদেবীর বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। রানুদেবী কিংবা তাঁর স্বামী একদিনের জন্যও ঘরছাড়া হননি। ওই দম্পতি হুমকির মুখেও পড়েননি। এমনকী, রানুদেবীর স্বামী শুভেন্দুবাবু বলেন, ভোটের পর বিজেপির লোকজন আমার বাড়ির টালি ভেঙেছিল। তবে, আমরা ঘরছাড়া হইনি।
টাকাপুরা উত্তরপল্লির বাসিন্দা গৌরাঙ্গ দাস একজন যাত্রাশিল্পী। একটি অপেরা গ্রুপের সঙ্গে তিনি যুক্ত। দু’টি বিয়ে করেছেন। ভোটের পর থেকেই বাড়িতে আছেন গৌরাঙ্গবাবু। এদিন বিজেপি নেতৃত্ব ওই যাত্রাশিল্পীকেও অত্যাচারের গল্প শোনাতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে হাজির করেছিল। গৌরাঙ্গবাবুর ছেলে সুরপতি দাস বলেন, ভোটের পর বাবা কয়েক দিন বাড়ির বাইরে ছিলেন ঠিকই। কিন্তু তারপর বাড়িতেই আছেন। গত ২৭ ও ২৮জুন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসার ঘটনা পরিদর্শনে নন্দীগ্রাম আসবে বলে বিজেপি কর্মীদের জানানো হয়েছিল। সেইমতো ‘স্ক্রিপ্ট’ও তৈরি ছিল। কমিশনের টিম না আসায় এদিন নন্দীগ্রাম বিধানসভার বিজেপির আইটি সেলের কো-কনভেনার মমতা পাত্র তাঁদের নিয়ে কলকাতায় যান।
মমতাদেবী বলেন, ফল ঘোষণার পর তৃণমূল অনেক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর করেছে। আমার বাড়ি ভেঙেছে। অনেকেই ঘরছাড়া ছিলেন। এখন তাঁদের বেশিরভাগ ফিরে এসেছেন। কিন্তু, আতঙ্ককে সঙ্গী করেই আছেন। তাই এদিন জাতীয় মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ করেছি।