রাজ্য বিভাগে ফিরে যান

জাল টিকা কাণ্ডে বিজেপির হাত থাকতে পারে, দাবি মমতার

June 30, 2021 | 2 min read

কসবার কোভিড জাল টিকা (Fake Vaccine) কাণ্ড বিজেপির (BJP) সাজানো ঘটনাও হতে পারে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতারক দেবাঞ্জন দেবের (Debanjan Deb) সঙ্গে একাধিক মন্ত্রীদের সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। সঙ্গে সঙ্গে বেড়েছে রাজ্য সরকারের বিড়ম্বনা। সেই ছবিকে হাতিয়ার করে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। এবার এ বিষয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী। 

বুধবারের নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যে ভ্যাকসিন সংকট নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। অভিযোগ করে বলেন, ‘বাংলার থেকে ছোট রাজ্য বেশি টিকা পাচ্ছে। এ রাজ্যে অনেক কম টিকা পাচ্ছে। তবু দেশের মধ্যে গণটিকাকরণে এক নম্বর এ রাজ্য। আমরা তিন কোটি টিকা চেয়েছিলাম, পাইনি।’ পাশাপাশি, জাল ভ্যাকসিন কাণ্ডে বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘হিংসার ঘটনা প্রমাণ করতে ভুয়ো ছবি ভাইরাল করা হচ্ছে। কেউ কেউ সেই ছবি ইচ্ছে করে ভাইরাল করছে। এই জাল টিকা কাণ্ডের পিছনেও যে বিজেপির হাত নেই, কে বলতে পারে!’

মন্ত্রীদের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের ছবি থাকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আশপাশে বহু মানুষ ঘুরে বেড়ায়। কে বা কারা আশপাশে আসছে, সবসময় তাঁদের চেনা সম্ভব নয়। ছবি দিয়ে বিচার করা যায় না।’ এ কথা বলতে গিয়ে নিজের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘একবার বিমানে করে যাচ্ছিলাম। তিন নম্বর আসনে বসেছিলাম। দেখলাম ২০ নম্বর সিট থেকে জুম করে আমার ছবি তুলেছে। ফটোশপ করা যায় ছবি। যাঁরা প্রতারণা করতে চায় তাঁরা ছবি তুলে রাখে।’  তাঁর কথায়, ‘ভুয়ো টিকা কাণ্ড একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকারের কেউ এর সঙ্গে যুক্ত নয়।’ পাশাপাশি পুলিশকেও কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। 

মুখ্যমন্ত্রী অভিযোগ, ‘শুধু বাংলা নয়। একাধিক রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। গুজরাটে তো বিজেপির দলীয় কার্যালয় থেকে টিকা দেওয়া হয়েছে। বিজেপির সঙ্গেও অনেকের ছবি রয়েছে। সেই ছবিগুলো কোথায় গেল?’

TwitterFacebookWhatsAppEmailShare

#Fake vaccine, #debanjan deb, #Mamata Banerjee, #bjp

আরো দেখুন