ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় মানবাধিকার কমিশন কেন পাঠানো হল না? প্রশ্ন সুখেন্দুশেখরের
বাংলার হিংসা নিয়ে এত চিন্তা, ত্রিপুরার (Tripura) হিংসা নিয়ে চুপ কেন কেন্দ্রীয় সরকার? সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই তুললেন তৃণমূলের (TMC) রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu SekharRay)।
গত এপ্রিল মাসে ত্রিপুরায় অটোনমাস কাউন্সিলের নির্বাচনে বিজেপি (BJP) খুব খারাপ ফল করে এবং নতুন একটি রাজনৈতিক দল জয়লাভ করে। তারপর থেকে বিরোধীদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিরোধী দলের সদস্যদের মারা হচ্ছে, মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ করেন সাংসদ। সেখানে জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) কোন হস্তক্ষেপ নেই কেন এদিন সে প্রশ্নই তোলেন সাংসদ।
তিনি বলেন, ‘মানবাধিকার বিষয়টি কি শুধু বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যেই প্রযোজ্য? অন্যান্য রাজ্যেও বিজেপির অন্যায়ের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’
সুখেন্দুবাবুর প্রশ্ন, শীতলকুচির ঘটনাতেও কেন কোন পদক্ষেপ নেওয়া হল না কেন? বিনা প্ররোচনায় গুলি করে মারা হল চার জন নিরীহ মানুষকে। ওই চারজন নিরীহ ভোটারের প্রাণের কি কোন দাম নেই? প্রশ্ন তোলেন সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, ‘ত্রিপুরার ঘটনাতে আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ বার বার চাইলেও, কোন সদুত্তর পাইনি। মানবাধিকারের বিষয়টাকে প্রহসনে পরিণত করা হচ্ছে।’