জিটিএ প্রসঙ্গে রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন: অশোক
রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে ক্যাগকে দিয়ে জিটিএ’র অডিট করানোর কথা বলেছেন। বুধবার শিলিগুড়িতে এক প্রশ্নের উত্তরে এই অভিমত জানান রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য (Ashok Bhattyacharya)।
সম্প্রতি সাতদিনের দার্জিলিং সফর সেরে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল ক্যাগকে দিয়ে জিটিএ’র অডিট করানোর পক্ষে সওয়াল করেন। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, জিটিএ’তে অনিয়ম হচ্ছে বলে অনেক অভিযোগ তিনি পেয়েছেন। ২০১৭ সালের পর থেকে জিটিএ’তে অডিট হচ্ছে না। তাই তিনি ক্যাগকে দিয়ে জিটিএ’র অডিট করানোর বিষয়টি নিশ্চিত করতে চান।
রাজ্যপালের ওই বক্তব্যে বিতর্ক দেখা দেয়। তাঁর এক্তিয়ার নিয়েও প্রশ্ন ওঠে। এদিন অশোকবাবু বলেন, জিটিএ রাজ্যপালের অধীনে নয়। তাই তিনি এভাবে ক্যাগকে দিয়ে অডিট করানোর কথা বলতে পারেন না। এটা রাজ্য সরকার দেখে। তিনি রাজ্য সরকারকে অডিট করানোর কথা বলতে পারতেন। ষষ্ঠ তফসিলে গঠিত বোর্ড রাজ্যপালের অধীনে থাকে। সেখানে তিনি হস্তক্ষেপ করতে পারেন। কিন্তু, জিটিএ ষষ্ঠ তফসিল নয়