রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের বন্যা ৫০৪। মৃতের সংখ্যা ২০, সুস্থ হয়েছেন – ১০৯ জন।

April 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের বন্যা ৫০৪। মৃতের সংখ্যা ২০, সুস্থ হয়েছেন – ১০৯ জন।

নবান্নে আজ মুখ্যসচিব জানান রাজ্যে মোট টেস্ট এর সংখ্যা ১২,০৪৩ এবং গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১৫০।

এই মুহূর্তে রাজ্যে কেস দ্বিগুণের হার ৯ দিন, যা এপ্রিলের শুরুতে ছিল ৪ দিন, এবং এপ্রিলের মাঝামাঝি ছিল ৬ দিন।

রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

মুখ্যসচিবের দাবি, রাজ্যে পজিটিভ আক্রান্তের হার ৫.৪% (জাতীয় গড় ৫.২৫%) এবং সুস্থতার হার ১৮%, যা অন্য রাজ্যের তুলনায় ভালো। বাংলায় করোনায় মৃত্যুর হার ২.৬% (জাতীয় গড় ৩.১%)।

খুশির খবর হল রাজ্যের ৮টি জেলা কোভিড মুক্ত। গত ২০ দিনে কালিম্পঙ ও জলপাইগুড়িতে নতুন কোন কোভিড কেস পাওয়া যায়নি।

গত ২ সপ্তাহে কলকাতার ২২৭টি কন্টেনমেন্ট জোনের মধ্যে ১৮টি জায়গায়, হাওড়ার ৫৬টির মধ্যে ১৩টি, উত্তর ২৪ পরগনার ৫৭টির মধ্যে ১৩টি, পূর্ব মেদিনীপুরের ৮টির মধ্যে ৫টি জায়গায় কোন কোভিড কেস পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen