রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল
রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের বন্যা ৫০৪। মৃতের সংখ্যা ২০, সুস্থ হয়েছেন – ১০৯ জন।
নবান্নে আজ মুখ্যসচিব জানান রাজ্যে মোট টেস্ট এর সংখ্যা ১২,০৪৩ এবং গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১৫০।
এই মুহূর্তে রাজ্যে কেস দ্বিগুণের হার ৯ দিন, যা এপ্রিলের শুরুতে ছিল ৪ দিন, এবং এপ্রিলের মাঝামাঝি ছিল ৬ দিন।
মুখ্যসচিবের দাবি, রাজ্যে পজিটিভ আক্রান্তের হার ৫.৪% (জাতীয় গড় ৫.২৫%) এবং সুস্থতার হার ১৮%, যা অন্য রাজ্যের তুলনায় ভালো। বাংলায় করোনায় মৃত্যুর হার ২.৬% (জাতীয় গড় ৩.১%)।
খুশির খবর হল রাজ্যের ৮টি জেলা কোভিড মুক্ত। গত ২০ দিনে কালিম্পঙ ও জলপাইগুড়িতে নতুন কোন কোভিড কেস পাওয়া যায়নি।
গত ২ সপ্তাহে কলকাতার ২২৭টি কন্টেনমেন্ট জোনের মধ্যে ১৮টি জায়গায়, হাওড়ার ৫৬টির মধ্যে ১৩টি, উত্তর ২৪ পরগনার ৫৭টির মধ্যে ১৩টি, পূর্ব মেদিনীপুরের ৮টির মধ্যে ৫টি জায়গায় কোন কোভিড কেস পাওয়া যায়নি।