দেশ বিভাগে ফিরে যান

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে অসন্তোষ দলের অন্দরেই

July 4, 2021 | < 1 min read

তিরথ সিং রাওয়াতের (Tirath Singh Rawat) পদত্যাগের পর  উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্য়মন্ত্রীর (Chief Minister) চেয়ারে বসলেন দুবারের বিধায়ক পুষ্কর সিং ধামি (Pushkar Singh DHami)। তবে রাজনৈতিক মহলের মতে, পুষ্কর সিং ধামিকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়ার ঘটনা একেবারেই মানতে পারছেন একাধিক পোড় খাওয়া বিজেপি নেতা, জনপ্রতিনিধি। দলের অন্দরমহলে জোর কানাঘুষো চলছে এনিয়ে। তলায় তলায় নিজেদের মধ্যে মিটিংও হয়েছে এনিয়ে। তাঁদের একাংশ ঘনিষ্টমহলে এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের একাংশের দাবি, এতজন অভিজ্ঞ জনপ্রতিনিধি থাকতে মাত্র ৪৫ বছর বয়সী পুষ্কর সিং ধামিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর কোনও যুক্তি নেই। তবে বিজেপি নেতৃত্ব এই অসন্তোষের অভিযোগ মানতে চাননি। তাঁদের দাবি, উন্নয়নের লক্ষ্যে সকলেই একজোট রয়েছেন।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের পর্যটনমন্ত্রী সৎপাল মহারাজ ও বন ও পরিবেশমন্ত্রী হরক সিং রাওয়াত (Harak Singh Rawat) দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে একেবারেই খুশি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক বিধায়কের দাবি, দলের সিদ্ধান্তে অখুশি নেতারা রবিবার দুপুরে ধ্যান সিংয়ের বাড়িতে গিয়েছিলেন। হরক সিং ও মহারাজও এই দলে ছিলেন। রাজ্য নেতৃত্বকে গোটা বিষয়টি জানানোর ব্যাপারেও তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলের সিনিয়র লিডার বংশীধর ভগত বলেন, সব গুজব ছড়ানো হচ্ছে। সকলেই দলের সৈনিক। সকলেই দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে ধামিকে বসানো নিয়ে কারোর কোনও আপত্তিই নেই। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Chief Minister, #Uttarakhand

আরো দেখুন