কলকাতা বিভাগে ফিরে যান

তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়

July 5, 2021 | < 1 min read

আজ তৃণমূলে যোগ দিলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee )। কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্রের। আজ বিকেল ৪টেয় তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।

অভিজিৎ মুখোপাধ্য়ায় বললেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে কংগ্রেস বামেদের সঙ্গে লড়াই করেছে কিন্তু মানুষ তা নেননি। পশ্চিমবঙ্গে বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে লিডারশিপ দেখিয়েছেন, মানুষ গ্রহণ করছেন, বলেন অভিজিৎ।

অভিজিৎবাবু জানান, ভোটের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল। ভোটের পরও কথা হয়েছে। আগে যোগ দিলে বলা হতো, পদের লোভে যোগ দিচ্ছেন, জানান তিনি।

জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, ২০১০ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলে আসার জন্য। ভোটের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়। কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর থেকে দু’বার সাংসদ। নলহাটি থেকে একবার বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abhijit Mukherjee, #tmc

আরো দেখুন