থাকলেন না দলের অভিযানে, তৃণমূল নেতার সঙ্গে আড্ডায় মেতে এই বিজেপি বিধায়ক!

শেষমেশ তাঁকে খুঁজে পাওয়া তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে খোশ মেজাজে গল্প করতে। ফলে বিশ্বজিতের এবার তৃণমূল গন্তব্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

July 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুকুল রায়ের বিজেপি ত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে ‘বেসুরো’ হয়েছিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস (biswajit das)। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁকে ঘিরে। বনগাঁয় দিলীপ ঘোষের বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে বিশ্বজিতের সাফাই ছিল, যে ব্যক্তির বাড়িতে ওই বৈঠক ডাকা হয়েছিল তিনি বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিতের দাবি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। এহেন বিশ্বজিৎ কি এবার ফের তৃণমূলের পথেই? জল্পনা ক্রমেই বাড়ছে। বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও উপস্থিত ছিলেন না বিশ্বজিৎ। হেস্টিংস অফিসে বিধায়কদের নিয়ে যে প্রশিক্ষণ শিবির হয়, তাতেও তাঁর অনুপস্থিতি জল্পনা বাড়িয়েছিল। এদিন তা আরও বাড়ল।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। দলের অধিকাংশ বিধায়ক, সাংসদই সেখানে যোগ দিয়েছিলেন। কিন্তু বিশ্বজিতের সেখানে খোঁজ মেলেনি। এমনকী বিধানসভার হাউজেও ছিলেন না তিনি। শেষমেশ তাঁকে খুঁজে পাওয়া তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে খোশ মেজাজে গল্প করতে। ফলে বিশ্বজিতের এবার তৃণমূল গন্তব্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen