বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া নবান্ন
সূত্রের দাবি, আসন্ন পুরসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের আগে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে চাইছে না রাজ্য।
Authored By:

বেসরকারি বাসের ভাড়া (Private bus fares) আপাতত বাড়ছে না। সোমবার দুপুরে নবান্নে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের এই কড়া মনোভাব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বাস মালিকদের। সরকারের যুক্তি, করোনা আবহে সমস্যার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। এই অবস্থায় বাস ভাড়া বৃদ্ধি করলে বাড়তি বোঝা চাপবে জনতার ঘাড়ে। একই সঙ্গে বেসরকারি যানের কোনও রকম কর মকুবও করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এরপর এদিন বিকেলে ৫টি বেসরকারি বাস মালিক সংগঠন নিজেদের মধ্যে আলোচনায় বসে। সেখানে অবিলম্বে ভাড়া বৃদ্ধি এবং একাধিক আর্থিক সহায়তার দাবি জানিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। তবে নবান্নের কড়া অবস্থানের বিরুদ্ধে কেউই প্রকাশ্যে গলা চড়াননি। বদলে আবেদন-নিবেদনের নীতিই নিয়েছেন মালিকরা। সূত্রের দাবি, আসন্ন পুরসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের আগে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে চাইছে না রাজ্য। ফলে আগামী কয়েকমাস পুরনো ভাড়াতেই রাস্তায় বাস নামাতে বাধ্য হবেন মালিকরা। এদিনের বৈঠকের পর প্রশ্ন উঠছে, আজ, মঙ্গলবার থেকে কত বেসরকারি বাস চলবে? ডিজেলের মূল্যবৃদ্ধি এবং লকডাউনের জেরে গত কয়েকমাস বসে থাকা বেসরকারি বাসের বড় অংশ সোমবার পর্যন্ত রাস্তায় নামেনি।
মালিকদের একাংশের ধারণা ছিল, এদিন ভাড়াবৃদ্ধি নিয়ে ইতিবাচক কিছু সিদ্ধান্ত হতে পারে। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে নবান্ন। প্রতিক্রিয়ায় আজ থেকে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা আরও কমে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে, শহর-শহরতলি এবং দূরপাল্লার যে কয়েকটি বেসরকারি বাস গত ১ জুলাই থেকে চলছে, তাতে যাত্রীদের বাড়তি ভাড়াই গুনতে হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে ভাড়া বদ্ধি না করার সরকারি সিদ্ধান্তের পর আজ থেকে এই কয়েকটি বাসেও টিকিট কাটা নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের বাগবিতণ্ডা হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, আমরা সরকারের কাছে দান-খয়রাতি চাই না। পরিবহণ ক্ষেত্রকে সচল রাখতে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করবে বলে আশাবাদী রাহুলবাবু। অন্যদিকে, সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে বেসরকারি মালিকদের কাছে বাস চালানোর আবেদন জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। তাঁর কথায়, আগে বাস চালান। ভাড়া বৃদ্ধির বিষয়টি পরে দেখা যাবে।