প্রয়াত কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার

দিনকয়েক আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল

July 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ, বুধবার সকালে মৃত্যু হল বলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ৩০শে জুন ফের হাসপাতালে ভর্তি হন অভিনেতা দিলীপকুমার। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের চিকিত্সাধীন ছিলেন তিনি। আইসিইউ-তেই চিকিৎসা চলছিল ৯৮ বছরের অভিনেতার।

উল্লেখ্য, মাস খানেক আগেই তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। ফের গতকাল রাতে অসুস্থ বোধ করলে,সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কোভিডের (Covid 19) হাত থেকে বাঁচার জন্য স্বেচ্ছায় নিভৃতবাসে যান দিলীপ। সেখান থেকেই টুইটে বার্তা দেন, ‘আমার স্ত্রী সায়রা কোনও ঝুঁকি নিতে চায় না। তাই আমি নিভৃতবাসে রয়েছি। আপনারাও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না’।

‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত অভিনেতা ‘দেবদাস’, ‘ক্রান্তি’, ‘মোগল-ই-আজম’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পান দিলীপ।

কিংবদন্তি অভিনেতার প্রয়াণ শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen