এবারও বঞ্চিত বঙ্গের আদি- বিজেপি, ভোট মাথায় রেখে মোদীর প্রাধান্য দলবদলুদের
লোকসভায় আসন এনে দেবেন নিশীথ প্রমাণিক, এই ছকেই এবার এই চারজনকে ঠাঁই দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷
Authored By:

সেই ২০১৪ থেকে ২০২১, টানা বঞ্চনা চলছে বাংলার সঙ্গে৷ এবারও পশ্চিমবঙ্গকে কোনও পূর্ণমন্ত্রী দিলেন না নরেন্দ্র মোদী (Narendra Modi)৷ এবং একইসঙ্গে নিজের হাতে সিলমোহর লাগালেন ‘তৎকাল- বিজেপি’র গায়ে৷ শীর্ষ গেরুয়া নেতৃত্ব বাংলার ‘আদি’ বিজেপি-বাহিনীর চোখে আঙুল দিয়ে বোঝালেন, ‘আপনারা দলে নেহাতই ‘দ্বাদশ ব্যক্তি’, তৎকাল-দের জল-টল লাগলে, মাঠে নিয়ে যাবেন৷ ওই পর্যন্তই৷
আসলে বাংলার উন্নয়ণের লক্ষ্যে এই চারজনকে প্রতিমন্ত্রী করা হয়নি৷ টার্গেট ২০২৪-এর মোদীর প্রধানমন্ত্রী পদে টিঁকে থাকার ভোট৷ জন বার্লার হাতে ধরে আদিবাসী ভোট, শান্তনু ঠাকুরের মাধ্যমে মতুয়া ভোট, সুভাষ সরকার এনে দেবেন বাঁকুড়া, পুরুলিয়ার ২-১ টি আসন এবং কোচবিহারে এবার নিজে মাত্র ৫৭ ভোটে জিতে বিধায়ক হলেও, লোকসভায় আসন এনে দেবেন নিশীথ প্রমাণিক, এই ছকেই এবার এই চারজনকে ঠাঁই দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷
ফলে, এবারও বাংলা বঞ্চিতই থাকলো৷ এবং বঞ্চনার শিকার হলেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতো নেতা তথা আদি-বিজেপি (BJP) সাংসদরাও৷ তৎকাল- বাহিনী যখন দিল্লিতে দাপট দেখাচ্ছেন, শপথ নিচ্ছেন, ‘আদি-বিজেপি’ দিলীপ ঘোষ তখন রাজ্যে বসে শুভেন্দু অধিকারী- সৌমিত্র খাঁয়ের ‘মারামারি’ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছেন৷