রাজ্য বিভাগে ফিরে যান

সারা বছরের পথকর ও অতিরিক্ত কর মকুবের সিদ্ধান্ত মমতার সরকারের

July 8, 2021 | < 1 min read

করোনা (Covid19) আবহে পরিবহণ ক্ষেত্রকে বাড়তি অক্সিজেন দিতে গোটা বছরের প্রদেয় পথকর (road tax) ও অতিরিক্ত কর (additional taxes) মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেট (Budget) প্রস্তাবে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই জোড়া কর মকুবের ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সমস্ত বাণিজ্যিক গাড়ির পথকর ও অতিরিক্ত কর মুকুব ইতিমধ্যেই কার্যকর হয়েছে। নয়া প্রস্তাবনায় ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আর্থিক সহায়তার মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে সংশ্লিষ্ট খাত থেকে প্রত্যাশিত রাজস্ব আয় অনেকটাই কমবে বলে মত অর্থদপ্তরের কর্তাদের একাংশের।

উল্লেখ্য, বাসভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি মালিক সংগঠনগুলি সরকারের উপর চাপ বাড়াচ্ছে। ১ জুলাই থেকে আত্মশাসনের রাশ আলগা হলেও কলকাতা তথা গোটা রাজ্যে বেসরকারি বাস-মিনিবাস কার্যত রাস্তায় নামেনি। এই আবহে বাণিজ্যিক গাড়ির পথকর ও অতিরিক্ত কর ছাড়ের সিদ্ধান্ত মালিকপক্ষকে বাড়তি সুরাহা দেবে বলে মনে করছে নবান্ন। যদিও মালিকদের তরফে এই দাবি কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে। এ-প্রসঙ্গে সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, লকডাউনের (Lockdown) জেরে কয়েকমাস ধরে বাস-মিনিবাসগুলি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। গাড়ি না চললে পথকর দেওয়ার প্রশ্নই নেই। তবে এই সামান্য কর মকুব পরিবহণ ক্ষেত্রের মূল ক্ষতে প্রলেপ দিতে পারবে না বলে মত টিটুবাবুর। অবিলম্বে ভাড়াবৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#road tax, #Mamata Banerjee, #additional taxes

আরো দেখুন