দর্শকহীন স্টেডিয়ামে হবে অলিম্পিক জানালো জাপান সরকার
দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হবে আসন্ন অলিম্পিক (Olympic) টুর্নামেন্ট। আজ অলিম্পিক মন্ত্রী তামায়ো মারুকাওয়া এই ঘটনার কথা স্বীকার করেছেন।
জাপানের (Japan) স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিনের মধ্যেই জাপানে আচমকা বেড়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেকারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই মর্মে আজ একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক। এছাড়া অলিম্পিক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত অন্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। হাজির ছিলেন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সদস্য এবং জাপান তথা টোকিয়ো মেট্রোপলিটন সরকারের সদস্যেরা।
জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা বৃহস্পতিবার এই কঠিন সিদ্ধান্তটা গ্রহণ করলেন। সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে টোকিয়োকে দেশের চতুর্থ বিপদজনক শহরের তালিকায় রাখা হয়েছে।
ইতিপূর্বে অলিম্পিক টুর্নামেন্টের আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। তার মানে প্রত্যেকটা ভেন্যুতে সর্বাধিক ১০,০০০ দর্শক খেলা উপভোগ করতে পারবেন।
বুধবার একটা সমীক্ষায় দেখা গেছে, টোকিয়োয় একদিনে ৯২০জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আগামী ২৩ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত টোকিয়ো অলিম্পিকের আসর বসতে চলেছে। গত বছরই এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির কারণে সেটা আর সম্ভব হয়নি।