কলকাতা বিভাগে ফিরে যান

দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে করোনা মোকাবিলায় তৈরি হল ‘ফেস শিল্ড’

April 29, 2020 | < 1 min read

করোনা মোকাবিলায় একের পর এক সুরক্ষার সামগ্রী তৈরি করে চলেছে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি)। উদ্দেশ্য একটাই, এই সুরক্ষার আবরণ পরে যেন কোভিডের বিরুদ্ধে চিকিৎসকরা লড়াইতে জয়ী হতে পারেন।

চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা যাতে কোনওভাবে আক্রান্ত না-হন। এবার সেই সুরক্ষা সামগ্রীর সরঞ্জাম হিসেবে ‘ফেস শিল্ড’ বা মুখাবরণ তৈরি করে ফেলল ওএফবি। তাও পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র দমদমের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে।

প্রতিরক্ষা মন্ত্রক থেকে এব্যাপারে ছাড়পত্র পাওয়ার পরই দমদম ফ্যাক্টরি যুদ্ধকালীন তৎপরতায় প্রায় দেড় হাজার ‘ফেস শিল্ড’ বা মুখের সুরক্ষাবর্ম তৈরি করে ফেলেছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এগুলি পেয়েছেন।

দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে করোনা মোকাবিলায় তৈরি হল ‘ফেস শিল্ড’

প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তার কথায়, এই ফেস শিল্ড অত্যন্ত আধুনিকমানের উপাদান দিয়ে তৈরি হচ্ছে। করোনা যুদ্ধে লড়তে নেমে মুখ, নাক, কান মানবদেহের এই তিনটি অঙ্গকে সবথেকে বেশি সুরক্ষিত রাখা প্রয়োজন। সেক্ষেত্রে ‘ফেস শিল্ডে’র সামনের অংশটিকে সব থেকে মজবুত রাখা হয়েছে। যাতে কোনওভাবে কোনও জীবাণু ওই তিনটির সংস্পর্শে আসতে না পারে। এই ফেস শিল্ডটি সাবান, স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে বারবার ব্যবহার করা যাবে। এটি মাটিতে পড়লেও ভাঙবে না।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এটি এমন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহার করা যাবে। এমনকী, ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও ব্যবহার করা হলে এটির বা মাথার অংশের কোনও ক্ষতি হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Face Shield, #dumdum

আরো দেখুন