উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা: গান বেঁধে সচেতন করছেন দুই বাউলশিল্পী

April 29, 2020 | < 1 min read

করোনা সংক্রমণের ভয়াবহতা এবং তা থেকে বাঁচার বার্তা গানের মাধ্যমে তুলে ধরলেন দুই বাউলশিল্পী। আলিপুরদুয়ার-২ ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাটিবাড়ি গ্রামের অকুল দেবনাথ এবং টটপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মজিদখানা গ্রামের নিশিকান্ত সরকার করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গান বেঁধেছেন।

 তাঁদের এই কাজে সহযোগিতা করেছেন ও উৎসাহ দিয়েছেন দক্ষিণ মজিদখানার বয়স্ক ব্যবসায়ী মহিতোষ সাহা, শিক্ষক পরিতোষ সাহা এবং স্থানীয় বাসিন্দা অসীম সরকার। বাউলশিল্পী অকুল দেবনাথ বলেন, মহিতোষবাবুর দোকানে মাঝে মাঝেই যাই। কিছুদিন আগে তিনিই আমাদের করোনা নিয়ে গান লিখে গাওয়ার জন্য উৎসাহ দিয়েছিলেন। সেই উৎসাহে দুজনেই পৃথক গান রচনা করে তাঁর বাড়িতেই গেয়েছি। মহিতোষবাবু তবলায় সহযোগিতা করেছেন। 

করোনা: গান বেঁধে সচেতন করছেন দুই বাউলশিল্পী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বাউলশিল্পীই কৃষিকাজের অবসরে বাউলগান করেন অসম ও বাংলার বিভিন্ন প্রান্তে। করোনা নিয়ে অকুল দেবনাথ ও নিশিকান্ত সরকারের গাওয়া বাউলগান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে। 

দুই বাউলশিল্পীর এই ধরনের গানের প্রশংসা করেছেন দক্ষিণ মজিদখানার অবসরপ্রাপ্ত শিক্ষক গিরীন্দ্র নমদাস এবং যাত্রাশিল্পী বিজয়কুমার রায়। আলিপুরদুয়ার-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস বলেন, দুই বাউলশিল্পীর উদ্যোগ প্রশংসনীয়। বাউলগানের মাধ্যমে করোনা নিয়ে এই বার্তা সাধারণ মানুষকে সচেতন করতে সাহায্য করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #baul singers

আরো দেখুন