রাজ্য বিভাগে ফিরে যান

১ মাসেই গঙ্গাপাড়ের জেলাগুলিতে বন্ধ ১০টি কারখানা চালু শ্রমদপ্তরের

July 12, 2021 | < 1 min read

ছবি: প্রতীকী

শ্রমদপ্তরের উদ্যোগে বন্ধ হয়ে থাকা একের পর এক কারখানা খুলতে শুরু করেছে। জুলাই মাসের শুরু থেকে ১১ জুলাই পর্যন্ত দু’টি কারখানা খুলে গিয়েছে। সোম ও মঙ্গলবার মিলিয়ে আরও দু’টি কারখানা খুলে যাবে বলে মালিকপক্ষ, শ্রম দপ্তরকে নিশ্চিত করেছে। সব মিলিয়ে গত এক মাসে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় মোট ১০টি কারখানা শ্রমদপ্তরের উদ্যোগে খুলে গিয়েছে। এর জেরে প্রায় দশ হাজারের বেশি কারখানা কর্মী উপকৃত হবেন। শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, আমরা কারখানা চালু রাখার জন্য সবরকম পদক্ষেপ করছি। তাতেই এই সাফল্য এসেছে। আশা করছি, আরও কিছু বন্ধ কারখানা আমরা খুলে দিতে পারব। কারখানা মালিকদের আমরা বলেছি, কর্মীদের জন্য সরকার যাবতীয় পদক্ষেপ করতে রাজি। শ্রমদপ্তর বিবৃতি দিয়ে জানিয়েছে, রবিবারই হুগলির গোন্দলপাড়া জুটমিল খুলে গিয়েছে। আজ সোমবার হুগলির ইন্ডিয়া জুট মিল ও কাল মঙ্গলবার হাওড়ার ভারত জুটমিল খুলে যাবে। এব্যাপারে শ্রমদপ্তরের সঙ্গে মালিকপক্ষ চুক্তি করেছে। এরমধ্যে গোন্দলপাড়া ৫ জুলাই বন্ধ হয়ে গিয়েছিল। ইন্ডিয়া জুটমিল গত ২৯ মে থেকে বন্ধ ছিল।

আর হাওড়ার মে মাসেই বন্ধ হয়েছিল। হুগলিরই নর্থব্রুক জুটমিল গত এপ্রিল মাস থেকে বন্ধ ছিল। যা এমাসের ১ তারিখেই সরকারি উদ্যোগে খুলে গিয়েছে। এরপর এমাসেরই ৭ তারিখে খুলে যায় হাওড়ার ডেল্টা জুট মিল। শ্রমদপ্তর জানিয়েছে, গত ১৩ জুন কলকাতার হুগলি মিলস কোম্পানি খুলে যাওয়া দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর একে একে উত্তর ২৪ পরগণার জগদ্দল জুট মিল ও এম্পায়ার জুট এবং হুগলির ওয়েলিংটন জুট মিল সহ চার জেলা ১০টি জুট মিল খুলে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Factory

আরো দেখুন