নিউটাউনে খোলা আকাশের নীচে চিড়িয়াখানা তৈরির ভাবনা বন দপ্তরের

ডিয়ার পার্কে বার্কিং ডিয়ার রয়েছে। চিড়িয়াখানার অনুমোদন পেলে তৃণভোজী বিভাগে, হরিণ, জিরাফ, জলহস্তী, জেব্রা রাখা হবে।

July 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পশ্চিমবঙ্গ বন দপ্তর উদীয়মান জনপদ নিউটাউনের (New Town) ইকোপার্কে তৃণভোজী এবং মাংসাসী প্রাণীদের জন্যে দুটি আলাদা বিভাগ যুক্ত খোলা আকাশের নীচে একটি চিড়িয়াখানা তৈরির প্রস্তাব দিয়েছে।

ইকোপার্কে ইতিমধ্যেই হরিণালয় নামের একটি ডিয়ার পার্ক রয়েছে।

বন দপ্তরের আধিকারিক এ বিষয়ে জানান, তারা চিড়িয়াখানা (zoo) বিভাগের উত্তরের অপেক্ষা করছেন। দুটি বিভাগের এক একটি ১০ একর জমি নিয়ে হবে। এটি বাস্তবায়িত হলে পরের বছর পর্যটকের ভিড় বাড়বে।

ডিয়ার পার্কে বার্কিং ডিয়ার রয়েছে। চিড়িয়াখানার অনুমোদন পেলে তৃণভোজী বিভাগে, হরিণ, জিরাফ, জলহস্তী, জেব্রা রাখা হবে।

বন দপ্তরের আধিকারিক জানান, বিভিন্ন প্রজাতির পাখি রাখার জন্যে একটি পক্ষীশালা তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। সেখানে স্থানীয় পাখির সাথে সাথে সরীসৃপ এবং স্থানীয় প্রজাতির কচ্ছপও রাখা হবে।

লকডাউনের কারণে কাজে দেরি হলেও অনলাইনে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

২০২২- এর মধ্যে চিড়িয়াখানা তৈরি হয়ে গেলে মাংসাসী প্রাণী বিভাগে বুঁনো কুকুর, বড় বিড়ালও রাখা হবে। আপাতত ডিয়ার পার্কে ৩৭ টি হরিণ আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen