১০ দিনের চলচ্চিত্র উৎসব অনলাইনে
বিশ্বের অনেক নামী চলচ্চিত্র উৎসব একসঙ্গে অনলাইনে আসতে চলেছে এই করোনা সংকটের সময়ে। ট্রাইবেকা এন্টারপ্রাইজ এবং ইউটিউব হাত মিলিয়ে ‘উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ঘোষণা করেছে।
২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত দেখানো হবে বেশ কিছু নতুন ছবি এবং ক্লাসিক ফিল্ম। অনলাইনে দশ দিনের গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে সামিল হচ্ছে ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যাল’। আন্তর্জাতিক ক্ষেত্রে যা একেবারে সামনের সারিতে।
ইউটিউবে নির্বাচিত ছবি দেখা যাবে বিনামূল্যে। তবে কেউ চাইলে এখান থেকেই সাহায্য করতে পারবেন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’কে। লকডাউনে ঘরবন্দি মানুষ বিনোদনের নতুন সম্ভার পেতে তাকিয়ে রয়েছেন অনলাইনে। আর সেই কারণেই এবার চলচ্চিত্র উৎসবও চলে আসছে ইন্টারনেটে।