সংসদের চলতি বাদল অধিবেশনের মাঝেই দিল্লি যাচ্ছেন মমতা
আব কী বার ২০০ পার—মোদী-অমিত শাহের স্বপ্নভঙ্গ করা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই জাতীয় রাজনীতির বিরোধী শিবির এখন আবর্তিত। আগামী লোকসভা নির্বাচন ‘মিশন ২০২৪’এর অতি প্রাসঙ্গিক অঙ্গ এখন মমতাই। রাজনৈতিক এই সন্ধিক্ষণে ফের স্বমহিমায় জাতীয় রাজনীতির ময়দান দিল্লিতে অবতীর্ণ হচ্ছেন হ্যাটট্রিক করা বাংলার মুখ্যমন্ত্রী। সংসদের চলতি বাদল অধিবেশনের মাঝেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২১ জুলাই তৃণমূলের বার্ষিক শহিদ তর্পণ পর্ব শেষে ২৫ অথবা ২৬ জুলাই দিল্লি যাবেন তিনি।
সূত্রের খবর, দলের লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের সঙ্গে যেমন বৈঠক করবেন তৃণমূল (TMC) সুপ্রিমো, তেমনই অবিজেপি বিভিন্ন দলের প্রধানদের সঙ্গেও তাঁর কথাবার্তা হবে। কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে গত নভেম্বর মাস থেকে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে যাবেন আন্দোলনস্থলেও। প্রসঙ্গত, প্রায় দু’বছর পরে সংসদ ভবনে যাচ্ছেন মমতা। বুধবার নবান্নে নিজের নির্বাচনী কেন্দ্রের একটি প্রকল্প নিয়ে খোঁজখবর করতে গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। সনসদের বাদল অধিবেশনের সময় দিল্লি যাওয়ার কথা জানিয়ে রসিকতার ছলে মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, চা-টোস্ট রেডি রেখ, আসছি আমি। ঘনিষ্ঠ মহলে মমতা বলেছেন, প্রায় দু’বছর সংসদে যাওয়া হয়নি।
দীর্ঘ রাজনৈতিক জীবনের একটা বড় অংশ কেটেছে সেখানে। পুরনো সবার সঙ্গে দেখা হলে ভালোই লাগে। এখন সংক্রমণ অনেকটাই কম। এর মধ্যে দিল্লির কাজকর্ম সব সেরে আসব। কৃষক নেতা রাজেশ টিকায়েত আর তাঁর সঙ্গীরা কলকাতায় এসে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। মমতা জানিয়েছেন, সংগ্রামী সেই কৃষকদের পাশে দাঁড়াতে তিনি দিল্লি লাগোয়া সিংঘু ও গাজিপুর সীমান্তে যাবেন।