খেলা বিভাগে ফিরে যান

ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা, নিভৃতবাসে ২ ক্রিকেটার

July 15, 2021 | < 1 min read

করোনায় আক্রান্ত হলেন ভারতীয় দলের ক্রিকেটার (Indian Cricketer)। সংবাদ সংস্থা এএনআই-র খবর অনুযায়ী, দু’জন ভারতীয় দলের ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। তাঁরা দলের সঙ্গে ইংল্যান্ড সফরে (England Tour) রয়েছেন। আপাতত একজন ক্রিকেটারকে তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে।

একটি সূত্রে জানা গিয়েছে, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তার পর তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ (COVID Positive) আসে।

ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়েছিল।

সূত্রের খবর, এক ক্রিকেটার করোনা থেকে সেরে উঠেছেন। আক্রান্ত আরও এক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে রবিবার।

সূত্রের দাবি, ”একজন ক্রিকেটার সেরে উঠলেও এখনও অসুস্থ আরও এক ক্রিকেটার। তবে তিনি আশাবাদী দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন বলে।” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ছুটি কাটাতে চলে যান কয়েকজন ক্রিকেটার। ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রহানেদের দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। ঋষভ গিয়েছিলেন ইউরো কাপ দেখতে। অশ্বিন গিয়েছিলেন উইম্বলডন দেখতে। ভারতের অফ স্পিনার এখন কাউন্টি ক্রিকেট খেলছেন।

সূত্রের আরও দাবি, ”ক্রিকেটারদের নিয়মিত কোভিড পরীক্ষা করা হচ্ছে। বাকি সকলেই সুস্থ রয়েছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Cricketer, #England, #COVID positive

আরো দেখুন