← রাজ্য বিভাগে ফিরে যান
ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত রিপোর্ট জমা দেবে রাজ্য পুলিশও
ভোট পরবর্তী হিংসায় তদন্তে নামছে রাজ্য পুলিস। প্রতিটি জেলা, মহকুমা, থানা পর্যায়ে তদন্ত করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। তা হলফনামা আকারে জমা দেওয়া হবে হাইকোর্টে। এমনটাই নবান্ন সূত্রে খবর। রাজ্য পুলিসের তরফে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সমস্ত জেলার পুলিস সুপার, এসডিপিও এবং প্রত্যেক থানার আধিকারিকদের। সবদিক খতিয়ে দেখে সেই রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে। ভোট পরবর্তী হিংসার জেরে একটি রিপোর্ট ইতিমধ্যেই আদালতে পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কার্যত সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই রাজ্য পুলিসের তরফেও একটি রিপোর্ট পেশ করা হবে বিচারকের এজলাসে।