কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক গোলাপ সম্মেলন

January 13, 2020 | 2 min read

আলিপুর হর্টিকালচার সোসাইটিতে শুরু হয়েছে ওয়ার্ল্ড রিজিওনাল রোজ কনভেনশন ২০২০। এই প্রথম ভারতে গোলাপ উৎসাহীদের এমন সম্মেলন অনুষ্ঠিত হল। প্রথম সম্মেলনই কলকাতায়। গোলাপ সম্মেলনে যোগ দিতে এসেছেন প্রায় ৩০০ গোলাপ-প্রেমী। এর মধ্যে অন্তত ৬৫ জন বিদেশী। 

আলিপুর অ্যাগ্রো হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকা, ইংল্যান্ড, বেলজিয়াম, চিন, ফ্রান্স, মালয়েশিয়া, নেপাল ও বাংলাদেশ থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিতে এসেছেন। সংস্থার সভাপতি সুনীল কানোরিয়া বলেন, ‘আমাদের লক্ষ আলিপুর হর্টিকালচারকে কলকাতার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করা। সেই কাজ শুরু হয়ে গিয়েছে।’

চারশো বছর পরে জন্মালে উইলিয়াম শেক্সপিয়ার গোলাপ আর সুগন্ধের কালজয়ী যোগসূত্রটি বাঁধার আগে সমস্যায় পড়তেন। বর্তমানের গোলাপ-প্রেমীরা গন্ধে গুরুত্ব না-দিয়ে ফুলকে কী করে আরও চিত্তাকর্ষক করে তোলা যায়, সে দিকেই আপাতত জোর দিয়েছেন। গন্ধ নয়, রূপের জন্যই গোলাপ এখনও প্রেম নিবেদনের জন্য সকলের আগে। আলিপুরের অ্যাগ্রো হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়ার দ্বিশতবর্ষিকী পূর্তি অনুষ্ঠানে জানা গেল এই চাঞ্চল্যকর তথ্য।

কেউ আগ্রহী গ্র্যান্ডিফ্লোরায়, কারও পছন্দ ফ্লোরিবান্ডা, কেউ মুগ্ধ বনিকায়, কেউ বা ফলস্টাফে। শুনতে যতই খটোমটো হোক, আলোচনা যাদের নিয়ে, তাদের দেখলে অতি বেরসিকের মুখ দিয়েও ‘বাঃ’ বেরোতে বাধ্য। এগুলো আসলে গোলাপের বিভিন্ন প্রজাতি। আলিপুর হর্টিকালচারে এ নিয়েই আলোচনায় মশগুল ছিলেন ক্লডিয়া হ্যাকার, যোসেফ থেসাস, মারিয়া ভেরওয়ার, মাতশাক মেসতানিক এবং আরও কয়েকজন। 

ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ব্যক্তিদের মধ্যে অজস্র বিষয়ে অমিল থাকলেও একটি বিষয়ে মতভেদ নেই। এঁরা সবাই মজেছেন গোলাপের প্রেমে। গোলাপের দৌলতেই এঁরা গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। ওয়ার্ল্ড রিজিওনাল রোজ কনভেনশনে যোগ দিতেই এঁদের কলকাতায় আসা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গোলাপ-প্রেমীরা জানালেন, একটা সময় গোলাপ রূপ ও গন্ধের জন্য সর্বত্র সমাদর পেত ঠিকই, কিন্তু গত কয়েক বছরে সেই ছবি গেছে পালটে। হাইব্রিড গোলাপে গন্ধ না-থাকলে ফুলের জেল্লা এবং রূপ অনেক খুলে যায়। 

ওয়ার্ল্ড ফেডারেশন অফ রোজ সোসাইটির সভাপতি আঁরিয়েন দ্য ব্রি বলেন, ‘ভারতের সংস্কৃতির সঙ্গে গোলাপের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্মেলনে আপনারা নানা ধরনের গোলাপ দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#গোলাপ সম্মেলন, #কলকাতা, #আন্তর্জাতিক গোলাপ সম্মেলন

আরো দেখুন