রাজ্য বিভাগে ফিরে যান

আজ থেকে শুরু উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

July 19, 2021 | < 1 min read

ছবিটি প্রতীকী

আজ, সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ (upper primary teacher)। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা মতো এই প্রক্রিয়া চলবে ৪ অগাস্ট পর্যন্ত। স্কুল সার্ভিস কমিশন (SSC) ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়ার বিশদ বিজ্ঞপ্তি জারি করেছে। এ বার কমিশনের সল্টলেক করুণাময়ী অফিসের পরিবর্তে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে ইন্টারভিউ নেওয়া হবে।

কমিশন সূত্রে খবর, ১৪,৩৩৯টি শূন্যপদের জন্য ১৫,৪০৬ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। প্রথম দিন অর্থাৎ, ১৯ জুলাই ৪০-৫০ জনের মতো চাকরিপ্রার্থীকে টোকেন ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। অফলাইনে ইন্টারভিউ হলেও নম্বর দেওয়া ও সংরক্ষণের বিষয়টি অনলাইন মাধ্যমে হবে। তাই পরিকাঠামোর বিষয়টিও প্রথম দিন যাচাই করে নিতে চায় এসএসসি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পুজোর আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ করতে চায় কমিশন। সেই লক্ষ্যে বেশিরভাগ দিনই ১২০০ থেকে ১৩০০ চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে। শুধু তাই নয়, এত সংখ্যক চাকরিপ্রার্থীর প্রতিদিন ইন্টারভিউ সারতে কমিশন ২৮টি ইন্টারভিউ বোর্ড গঠন করেছে। চাকরিপ্রার্থীদের যাতে বেশি দিন অপেক্ষা করতে না হয়, সে জন্যই এতগুলি ইন্টারভিউ বোর্ড গঠন করা হয়েছে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে চারটি হেল্পলাইন নম্বরও চালু করছে কমিশন৷ সেগুলি হল ৯০৫১১৭৬৪০০, ৯০৫১১৭৬৫০০, ৯৮৩০৪৫৪২১৮, ৯৮৩০৪৫৪২১৯৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Teacher, #upper primary

আরো দেখুন