দেশ বিভাগে ফিরে যান

সংসদে আলোচনা থেকে পালাচ্ছে সরকার: তৃণমূল

July 19, 2021 | 2 min read

আজ শুরু হল সংসদের বাদল অধিবেশন। আর প্রথম দিনেই উত্তপ্ত হল অধিবেশন। দফায় দফায় মুলতুবি হয় দুই কক্ষের কার্যপ্রণালী। বলতে দেওয়া হয়নি প্রধানমন্ত্রীকেও। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আলোচনা থেকে পালানোর মতো গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ও জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien)।

ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এদিন সাংসদ বলেন, ‘তৃণমূল সংসদে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে নোটিশ জমা দিলেও আলোচনা হয়নি। বিএ কমিটির বৈঠক বাতিল করেছে কেন্দ্র, যেভাবে সংসদ চলছে তা বেআইনি। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চায় না সরকার।’ এতে দেশের মানুষের চরম অবমাননা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ডেরেকের মতে, মূল্য বৃদ্ধি, কোভিড টিকার অপ্রতুলতা, কৃষি আইন বাতিলের দাবি, এমপিল্যাড তহবিল পুনরায় চালু করা এবং ভারতীয় অর্থনীতির দুরাবস্থা নিয়ে সংসদে অলোচনা চায় তৃণমূল (TMC) সহ বিরোধী দলগুলি। কিন্তু সংসদে আলোচনা থেকে পালাচ্ছে। উদাহরণস্বরূপ, তিনি বলেন, কোভিড পরিস্থিতি নিয়ে সংসদের এনেক্সে প্রেজেন্টেশন দিতে চায় সরকার। কিন্তু বিরোধীদের দাবি, যা আলোচনা হবে তা হতে হবে সংসদের ভেতরে, দুই সদনের ফ্লোরে।

আজ প্রথা মত নতুন মন্ত্রিসভার সদস্যদের দুই কক্ষের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা প্রধানমন্ত্রী। সেই মত আজ সকালে তিনি সংসদে বলতেও ওঠেন। কিন্তু, বিরোধীদের হৈ হট্টগোলের কারণে মুলতুবি হয়ে যায় কার্যপ্রণালী। এর সাফাইও দিয়েছেন ডেরেক। তাঁর মতে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশী নাগরিক। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কী করে? তাই, প্রতিবাদ জানাতেই আজ প্রধানমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি।

পাশাপাশি, ডেরেক জানান, ফোনে আড়িপাতা কাণ্ড নিয়েও সংসদে আলোচনার দাবি জানাবে তৃণমূল। তিনি টুইটে লেখেন,

প্রিয় প্রধানমন্ত্রী, স্যার। আমরা আপনাকে সংসদে দেখতে চাই। আমরা উভয় কক্ষে আপনার কথা শুনতে চাই। করোনা পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, কৃষক আন্দোলন, অর্থনীতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই মূল বিষয়গুলি সম্পর্কে আমাদের বলুন। দয়া করে আশেপাশে কনফারেন্স হল বুক করবেন না। সংসদই সর্বোচ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc, #Modi Government

আরো দেখুন