রাজ্য বিভাগে ফিরে যান

এবার পুলিশকে হুমকি দিলেন শুভেন্দু অধিকারী

July 20, 2021 | 2 min read

জনসভা থেকে পুলিসকে হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের পুলিস সুপারের উদ্দেশে তিনি বলেন, ‘কেন্দ্রীয় ক্যাডারের অফিসার উনি। নিরপেক্ষভাবে কাজ না করলে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুলায় বদলি হয়ে যেতে পারেন।’

সোমবার পূর্ব মেদিনীপুরের সদর তমলুকে পুলিস সুপারের দফতরে স্মারকলিপি জমা দেন শুভেন্দু (Suvendu Adhikari)। তার পর সভায় তিনি বলেন,’এখানে একটা বাচ্চা ছেলে এসপি হয়ে এসেছে। তাঁকে ডেকে ডেকে কী বলছে সব আমি জানি। উনি কেন্দ্রীয় ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুলায় গিয়ে ডিউটি করতে হয়। মিথ্যা মামলা করছেন। সব তথ্য জোগাড় করেছি। জনস্বার্থ মামলা করে আইও, এসপি, ওসি অথবা এসপি-র ভূমিকার তদন্তের জন্য সিবিআই চাওয়ার দিকে যাচ্ছি।’

তাঁর হুঁশিয়ারি,’চটিমণি, পিসিমণি কেউ বাঁচাতে পারবে না। ভাইপোর অফিস থেকে যাঁরা ফোন করে আপনাকে, প্রত্যেকটা কল রের্কডিং আছে। আপনাদের হাতে রাজ্য সরকার থাকলে আমাদের হাতে কেন্দ্রীয় সরকার আছে। কেন্দ্রীয় সরকার বা বিজেপিকে দুর্বল ভাবার কারণ নেই। কী কী করছেন কাকে কী বলছেন সব লোক ঢোকানো আছে। মিথ্যা মামলা করবেন না। নিরপেক্ষভাবে চলুন। তৃণমূলের কথা শুনে রাজীব কুমার, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো অফিসারদের বিপদে পড়তে হয়েছে। আপনার চাকরিটা ওরা দেয়নি। চাকরিটা রক্ষা করে মানুষের কাছে যাতে সম্মানীয় কাজ করতে পারেন, সেই ব্যবস্থা করুন।”

শুভেন্দু অধিকারী প্রকাশ্যে দাবি করছেন ওনার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে করা ফোনের কল রেকর্ড আছে। এই রেকর্ডিং কি তাহলে পেগাসাস এর মাধ্যমে পেলেন শুভেন্দু? উঠছে প্রশ্ন

এনিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া,’উনি কাশ্মীরে পোস্টিংয়ের কথা বলছেন! সিবিআই তদন্তের কথা বলছেন। কত বড় নির্লজ্জ! যে নিজে সিবিআইয়ের এফআইআরে আছে। নারদা মামলায় ক্যামেরার সামনে ঘুষ নিয়েছে। সিবিআই থেকে বাঁচতে ওখানে জুতো পালিস করছে। সিবিআই কেন গ্রেফতার করছে না শুভেন্দু অধিকারীকে? সিবিআই বা এই ধরনের এজেন্সিকে ব্যবহার করে হুমকি দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Police, #suvendu adhikari, #Kunal Ghosh, #West Bengal vote 2021

আরো দেখুন